দুর্গাপুজোর আগে বাংলার ১৩ জেলায় হুড়মুড়িয়ে পড়ল তেলের দাম, খুশি সকলে

আজ বৃহস্পতিবার সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর এই দাম জারি হতেই ফের একবার চমকে গেলেন দেশবাসী। আজ…

petrol-diesel-rate-12-june-wednesday

আজ বৃহস্পতিবার সকাল সকাল দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর এই দাম জারি হতেই ফের একবার চমকে গেলেন দেশবাসী। আজ বেশ কিছু জায়গায় তেলের দাম কমেছে তো আবার কিছু জায়গায় দাম বেড়েছে।

আপনিও কি আজ লক্ষ্মীবারে আপনার গাড়িতে তেল ভরানোর পরিকল্পনা করছেন? তাহলে জেনে নিন রেট। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ওঠানামা অব্যাহত রেখেছে। ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৯ ডলার এবং ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৭৫ ডলারের কাছাকাছি। আজ দেশে পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ০.১২ ডলার বা ০.১৫ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৭৮.৭৭ ডলারে প্রবণতা দেখা দেয়।

   

যাইহোক, ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম ৮৭.৬২ টাকা, মুম্বইয়ে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল মিলছে ৮৯.৯৭ টাকা। এদিকে কলকাতায় পেট্রোল মিলছে ১০৪.৯৫ টাকায় এবং ডিজেল ৯১.৭৬ টাকা। লক্ষ্মীবারে চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৪ টাকা।

জানলে খুশি হবেন, আজ বাংলার বহু জেলায় পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। যেমন আলিপুরদুয়ারে পেট্রোলের দাম ২১ পয়সা, বাঁকুড়ায় ২৭ পয়সা, বীরভূমে ৪২ পয়সা, হুগলীতে ৩ পয়সা, হাওড়ায় ২০ পয়সা, কালিম্পং-এ ২৪ পয়সা, মুর্শিদাবাদে ৮৭ পয়সা, নদীয়ায় ৩৯ পয়সা, উত্তর ২৪ পরগণায় ৫ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ৬ পয়সা, পূর্ব বর্ধমানে ৪ পয়সা, পূর্ব মেদিনীপুরে ৬ পয়সা এবং দক্ষিণ ২৪ পরগনায় ২৫ পয়সা কমেছে।

এছাড়া আলিপুরদুয়ারে ডিজেলের দাম ২০ পয়সা, বাঁকুড়ায় ২৬ পয়সা, বীরভূমে ৩৯ পয়সা, হুগলীতে ২ পয়সা, হাওড়ায় ১৯ পয়সা, কালিম্পং-এ ৮ পয়সা, মুর্শিদাবাদে ৮১ পয়সা, নদীয়ায় ৩৬ পয়সা, উত্তর ২৪ পরগনায় ৫ পয়সা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর যথাক্রমে ৫ এবং ৬ পয়সা, পূর্ব বর্ধমানে ৪ পয়সা এবং দক্ষিণ ২৪ পরগণায় ২৩ পয়সা কমেছে।।