সপ্তাহের শুরুতেই বাংলার ৭ জেলায় কমল জ্বালানির দাম, কলকাতায় কত?

সপ্তাহের প্রথম দিনেই দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আজ সোমবার ৮ জুলাই জ্বালানির দামে বিরাট চমক লক্ষ্য করা গেল। প্রতিটি…

সপ্তাহের শুরুতেই বাংলার ৭ জেলায় কমল জ্বালানির দাম, কলকাতায় কত?

সপ্তাহের প্রথম দিনেই দেশজুড়ে জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আজ সোমবার ৮ জুলাই জ্বালানির দামে বিরাট চমক লক্ষ্য করা গেল।

প্রতিটি ভারতীয় তেল কোম্পানি পেট্রোল ও ডিজেলের দাম সংশোধন করে। প্রতিদিনের মতো আজ অর্থাৎ ৮ জুলাই জ্বালানির দাম সংশোধন করা হয়েছে। দিল্লি, মুম্বই এবং অন্যান্য জায়গায় কত দামে জ্বালানি বিক্রি হচ্ছে তা বিশদে জেনে নিন। যেমন আজ দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা। মুম্বইয়ে এই হার ১০৪.২১ টাকা। কলকাতায় আজ পেট্রোলের দাম প্রতি লিটারে মিলছে ১০৪.৯৫ টাকায়। বেঙ্গালুরুতে পেট্রোলের দাম লিটার পিছু ১০২.৮৪ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম লিটার পিছু ১০০.৭৫ টাকা।

এবার জেনে নেওয়া যাক প্রতি ডিজেলের দাম কত শহরগুলিতে। দিল্লিতে ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বইতে ডিজেলের দাম ৯২.১৫ টাকা। কলকাতায় আজ ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। বেঙ্গালুরুতে ডিজেলের দাম ৮৮.৯৫ টাকা। এছাড়া চেন্নাইতে ডিজেলের দাম ৯২.৩৪ টাকা।

সপ্তাহের শুরুতেই বাংলার বহু জেলায় জ্বালানির দাম কমেছে। যেমন আজ বাঁকুড়ায় গতকালের তুলনায় কয়েক পয়সা কমেছে পেট্রোলের দাম। গতকাল যেখানে বাঁকুড়ায় পেট্রোল ছিল ১০৫.৬৪ টাকা, আজ সেটি বিক্রি হচ্ছে ১০৫.২১ টাকায়। বীরভূমে গতকাল তেলের দাম ছিল ১০৫.৬১ টাকা কিন্তু আজ সেই দাম নেমেছে ১০৫.৫৬ টাকায়। জলপাইগুড়িতে গতকালের তুলনায় পেট্রোলের দাম অনেকটাই কমে মিলছে মাত্র ১০৪.৬৬ টাকায়। মুর্শিদাবাদে গতকাল যেখানে তেলের রেট ছিল ১০৬.৩২ টাকা, আজ সেটি কমে মিলছে ১০৫.৯৪ টাকায়। উত্তর ২৪ পরগণায় আজ কয়েক পয়সা তেলের দাম কমে ১ লিটার পেট্রোল মিলছে ১০৫.৪ টাকায়।

Advertisements

সপ্তাহের শুরুতে পশ্চিম বর্ধমানে কমেছে তেলের দাম। গতকাল যেখানে ১ লিটার পেট্রোল মিলছিল ১০৫.২১ টাকায়, সেখানে আজ সেই মূল্য ১০৪.৭৮ টাকায়। এছাড়া দক্ষিণ ২৪ পরগণায় তেলের দাম গতকাল যেখানে ছিল ১০৪.৯৬ টাকা, আজ সেটির মূল্য ১০৪.৯৫ টাকা।

আপনি ফোন থেকে একটি এসএমএস এর মাধ্যমে আপনার শহরে পেট্রোল এবং ডিজেলের সর্বশেষ দাম জানতে পারেন। ফোনে আরএসপি পেট্রোল পাম্পের ডিলার কোড লিখে 92249 92249 নম্বরে মেসেজ পাঠানো যাবে।