মাসের প্রথম দিনেই বাংলার ৮ জেলায় কমল তেলের দাম, খুশি সকলে

মাসের শুরুতেই ফের মিলল চমক। আজ ১ সেপ্টেম্বর সকালে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) প্রকাশ করেছে তেল সংস্থাগুলি। আর এই দাম দেখেই রীতিমতো…

মাসের শুরুতেই ফের মিলল চমক। আজ ১ সেপ্টেম্বর সকালে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price) প্রকাশ করেছে তেল সংস্থাগুলি। আর এই দাম দেখেই রীতিমতো সকলের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে।

আপনিও কি আজ রবিবার ছুটির দিনে বাড়ি থেকে নিজের গাড়ি নিয়ে বেরনোর প্ল্যান করছেন? তাহলে জেনে নিন রেট। জানা গিয়েছে, ১ সেপ্টেম্বরও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি এবং তেলের দাম একই রয়েছ। তবে কয়েকটি রাজ্যে কর কমানো ও বৃদ্ধির কারণে দেশের অনেক বড় শহরে তেলের দামে কিছুটা ফারাক দেখা দিয়েছে। দেখে নেওয়া যাক ১ সেপ্টেম্বর শহরে তেলের দাম কত হবে।

   

আজ কোথায় তেলের দাম সস্তা হল এবং মহার্ঘ্য হল দেখে নিন এক নজরে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম ৮৭.৬২ টাকা, মুম্বইয়ে পেট্রোল ১০৩.৪৪ টাকা এবং ডিজেল মিলছে ৮৯.৯৭ টাকা। এদিকে কলকাতায় পেট্রোল মিলছে ১০৪.৯৫ টাকায় এবং ডিজেল ৯১.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা এবং ডিজেলের দাম ৯২.৩৪ টাকা।

তবে আজ মাসের প্রথম দিনেই বাংলার বহু জেলায় পেট্রোল ও ডিজেলের দাম ব্যাপকভাবে কমেছে। যেমন আজ প্রথমেই আলোচনা করা যাক বাংলার কোন কোন জেলায় পেট্রোল সস্তা হয়েছে। জানা গিয়েছে, বাঁকুড়ায় পেট্রোল ৪৮ পয়সা, বীরভূমে ৪৬ পয়সা, দার্জিলিং-এ ১৪ পয়সা, হুগলীতে ৫২ পয়সা, জলপাইগুড়িতে ৭২ পয়সা, মুর্শিদাবাদে ৮৬ পয়সা, পশ্চিম বর্ধমানে ৩২ পয়সা, পূর্ব বর্ধমানে ২৫ পয়সা সস্তা হয়েছে।

এবার আসা যাক ডিজেলের প্রসঙ্গে।আজ যেমন বাঁকুড়ায় ডিজেল সস্তা হয়েছে ৪৪ পয়সা, বীরভূমে ৪৩ পয়সা, দার্জিলিং-এ ১৩ পয়সা, হুগলীতে ৪৯ পয়সা, জল্পপাইগুড়িতে ৬৮ পয়সা, মুর্শিদাবাদে ৮০ পয়সা, পশ্চিম বর্ধমানে ৩০ পয়সা, পূর্ব বর্ধমানে ২৩ পয়সা সস্তা হয়েছে।