লক্ষ্মীবারে বাংলার ৮ জেলায় হুড়মুড়িয়ে পড়ল তেলের দাম, কলকাতায় কত?

লক্ষ্মীবারে জ্বালানি তেলের দামে বিরাট চমক। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার দেশজুড়ে ফের একবার জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর সকাল সকাল…

Petrol, Diesel Prices Drop Amid India-Pakistan Tensions: Check City-Wise Fuel Rates Today

লক্ষ্মীবারে জ্বালানি তেলের দামে বিরাট চমক। আজ ১৮ জুলাই বৃহস্পতিবার দেশজুড়ে ফের একবার জারি হল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। আর সকাল সকাল এই দাম দেখে সকলেই চমকে গিয়েছেন রীতিমতো।

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেড়েছে। এদিকে, বৃহস্পতিবার দেশে পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করা হয়েছে। তেল বিপণন সংস্থাগুলি প্রতিদিন সকাল ৬ টায় পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করে। রাজধানী দিল্লি-সহ ৪ মেট্রো শহরে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। একই সঙ্গে বিভিন্ন রাজ্যেও জ্বালানির দামে স্থিতিশীলতা রয়েছে। আসুন জেনে নেওয়া যাক অন্যান্য রাজ্য এবং বড় শহরগুলিতে জ্বালানির নতুন দাম কী কী।

   

আজ রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম ৯৪.৭২ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৮৭.৬২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৯.৯৭ টাকা। কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৯১.৭৬ টাকা। চেন্নাইতে পেট্রোলের দাম ১০০.৭৬ টাকা, ডিজেলের দাম প্রতি লিটার ৯২.৩৫ টাকা।

আজ লক্ষ্মীবারে বাংলার বহু জেলায় তেলের দাম কমেছে। যেমন আলিপুরদুয়ারে গতকাল যেখানে তেলের দাম ছিল ১০৬.১৮ টাকা, সেখানে আজ সেই দাম ১০৫.৬৪ টাকা। কোচবিহারে আজ তেলের দাম ১০৬.০৫ টাকা। দার্জিলিং-এ তেলের দাম গতকাল যেখানে ছিল ১০৪.৯২ টাকা, সেখানে আজ সেই দাম ১০৪.৬৬ টাকা। মুর্শিদাবাদে আজ তেলের দাম ১০৫.৬৭ টাকা, সেখানে এই দাম ছিল ১০৫.৮১ টাকা।

অন্যদিকে উত্তর ২৪ পরগণায় তেলের দাম গতকাল ছিল ১০৫.৫৩ টাকা, সেখানে আজ সেই দাম ১০৫.৪৬ টাকা। পূর্ব মেদিনীপুরে তেলের দাম আজ তেলের দাম ১০৪.২৬ টাকা। পুরুলিয়ায় আজ পেট্রোলের দাম ১০৫.৭০ টাকা। গতকাল সেই দাম ছিল ১০৫.৭৭ টাকা। উত্তর দিনাজপুরে তেলের দাম ১০৫.৮৬ টাকা।