সপ্তাহান্তে বাংলার ১৩ জেলায় কমল পেট্রোলের দাম, ডিজেল কত?

আজ ফের সকাল সকাল দেশজুড়ে জারি হয়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। এমনিতে ভারতীয় তেল সংস্থাগুলি প্রতিদিনই দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম…

আজ ফের সকাল সকাল দেশজুড়ে জারি হয়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price)। এমনিতে ভারতীয় তেল সংস্থাগুলি প্রতিদিনই দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের দাম আপডেট করে। আজ অর্থাৎ ৬ সেপ্টেম্বর শুক্রবার তেল সংস্থাগুলি জ্বালানির দাম আপডেট করেছে।

আগের দিন উত্তরপ্রদেশের একাধিক শহরে পেট্রোল ও ডিজেলের দাম কমেছে। তবে অনেক জায়গায় পেট্রোল-ডিজেলের দামও বেড়েছে। পাঞ্জাবেও ভ্যাট বৃদ্ধির কারণে জ্বালানি তেলের দাম বেড়েছে। দিল্লি, মুম্বই, কলকাতা ও অন্যান্য শহরে আজ পেট্রোল ও ডিজেলের দাম কত? আসুন জেনে নেওয়া যাক। আজ নয়াদিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৪.৭২ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম ১০৪.২১ টাকা। কলকাতায় প্রতি লিটার পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা। চেন্নাইয়ে প্রতি লিটার পেট্রোলের দাম ১০০.৭৫ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার পেট্রোলের দাম ১০২.৮৪ টাকা।

   

অন্যদিকে দিল্লিতে প্রতি লিটার ডিজেলের দাম ৮৭.৬২ টাকা। মুম্বাইয়ে প্রতি লিটার ডিজেলের দাম ৯২.১৫ টাকা। কলকাতায় প্রতি লিটার ডিজেলের দাম ৯১.৭৬ টাকা। চেন্নাইতে প্রতি লিটার ডিজেলের দাম ৯২.৩৪ টাকা। বেঙ্গালুরুতে প্রতি লিটার ডিজেলের দাম ৮৮.৯৫ টাকা। অন্যদিকে আজ লখনউতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৫০ টাকা এবং ডিজেলের দাম ৮৮.৮৬ টাকা। কানপুরে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৫০ টাকা এবং ডিজেলের দাম ৮৮.৮৬ টাকা। প্রয়াগরাজে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.৪৬ টাকা এবং ডিজেলের দাম প্রতি লিটার ৮৮.৭৪ টাকা।

মথুরায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.০৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম ৮৭.২৫ টাকা। বারাণসীতে প্রতি লিটার পেট্রোলের দাম ৯৫.০৫ টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম ৮৮.২৪ টাকা। অযোধ্যায় প্রতি লিটার পেট্রোলের দাম ৯৪.২৮ টাকা এবং ডিজেলের প্রতি লিটারের দাম ৮৭.৪৫ টাকা। আজ বাংলার বহু জেলায় তেলের দাম কমেছে। যেমন পেট্রোলের দামেই আসা যাক। আজ বাঁকুড়ায় পেট্রোল ৪৪ পয়সা, কোচবিহারে ১.৪ টাকা, হুগলীতে ২৬ পয়সা, হাওড়ায় ৩৯ পয়সা, ঝাড়গ্রামে ১ পয়সা, মালদায় ২৩ পয়সা, মুর্শিদাবাদে ৫৯ পয়সা, নদিয়ায় ৫৫ পয়সা, উত্তর ২৪ পরগণায় ১৪ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ২৮ পয়সা, পূর্ব বর্ধমানে ৩৮ পয়সা, পূর্ব মেদিনীপুরে ৮০ পয়সা, দক্ষিণ ২৪ পরগনায় ২০ পয়সা সস্তা হয়েছে।

এবার আসা যাক ডিজেলের প্রসঙ্গে। বাঁকুড়ায় ৪১ পয়সা, কোচবিহারে ৯৭ পয়সা, হুগলীতে ২৪ পয়সা, হাওড়ায় ৩৭ পয়সা, ঝাড়গ্রামে ১ পয়সা, মালদায় ২১ পয়সা, মুর্শিদাবাদে ৫৫ পয়সা, নদীয়ায় ৫২ পয়সা, উত্তর ২৪ পরগনায় ১২ পয়সা, পশ্চিম মেদিনীপুরে ২৬ পয়সা। পূর্ব বর্ধমানে ৩৬ পয়সা, পূর্ব মেদিনীপুরে ৭৫ পয়সা, দক্ষিণ ২৪ পরগনায় ১৯ পয়সা সস্তা হয়েছে।