গত সপ্তাহ থেকে দাম বাড়েনি পেট্রোলের, অপরিবর্তিত দর ডিজেলেরও

Petrol and Diesel Prices in Kolkata Today: 105.41 and 92.02 per Litre
Petrol and Diesel Prices in Kolkata Today: 105.41 and 92.02 per Litre

শনিবার কলকাতায় পেট্রোলের দাম ১০৪.৯৫ টাকা (Petrol and Diesel price today)। গত এক সপ্তাহে অপরিবর্তিত পেট্রোলের দাম। জেলার মধ্যে আলিপুরদুয়ারে পেট্রোলের দাম সর্বোচ্চ লিটার প্রতি ১০৬ টাকা। আসুন জেনে নিন কাশ্মীর থেকে কন্যাকুমারি অবধি কোথায় কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল-ডিজেল?

এদিন কলকাতায় পেট্রোলের লিটার প্রতি দাম ১০৪ .৯৫ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯১.৭৬ টাকা। গত সপ্তাহ ধরে কলকাতায় অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম। চেন্নাইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০১.১৮ এবং ডিজেলের লিটার প্রতি দাম ৯২.৭৬ টাকা। মুম্বইয়ে পেট্রোলের লিটার প্রতি দাম ১০৩.৪৪ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৯.৯৭ টাকা। দিল্লিতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৭২ টাকা এবং ডিজেলের লিটার প্রতি দাম ৮৭.৬২ টাকা। চেন্নাইতে পেট্রোল ডিজেলের দামে সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেলেও, মুম্বাই ও রাজধানী দিল্লিতে অপরিবর্তিত রয়েছে পেট্রোল-ডিজেলের দাম।

   

ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা, মাঝরাতে লাইনচ্যূত সবরমতী এক্সপ্রেসের ২২ কামরা

আজ দেশের মধ্যে সবচেয়ে সস্তায় পেট্রোল পাওয়া যাচ্ছে আন্দামানে । এখানে লিটার প্রতি দাম ৮২.৪২ টাকা। উত্তরপ্রদেশের রাজধানী শহর লখনউতে পেট্রোলের লিটার প্রতি দাম ৯৪.৬৯ টাকা। দেশের মধ্যে সবচেয়ে সস্তায় ডিজেলও পাওয়া যাচ্ছে আন্দামানেই। সেখানে ডিজেলের লিটার প্রতি দাম ৭৮.০১ টাকা। উত্তর প্রদেশের রাজধানী শহরে ডিজেলের দাম ৮৭.৭৬ টাকা।

বাংলাদেশ থেকে পড়ুয়াদের বার্তা ‘আওয়াজ তোলো নারী,কলকাতার পাশে’

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন