একুশের সমাবেশের সকাল থেকে ভিক্টোরিয়া চিড়িয়াখানায় ভীড়

আজ একুশে জুলাই। সেই মর্মে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকতা পৌঁছেছেন কলকাতায়। প্রচুর মানুষ জড় হয়েছেন ধর্মতলার সমাবেশে। তবে প্রচুর মানুষ কলকাতার দর্শনীয় স্থানেও…

short-samachar

আজ একুশে জুলাই। সেই মর্মে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মী-সমর্থকতা পৌঁছেছেন কলকাতায়। প্রচুর মানুষ জড় হয়েছেন ধর্মতলার সমাবেশে। তবে প্রচুর মানুষ কলকাতার দর্শনীয় স্থানেও ভির জমাচ্ছেন সকাল থেকে। শুধু সকাল নয়, গতকাল রাত থেকেই ঘোরাঘুরিতে ব্যস্ত তারা।

   

বৃহস্পতিবারই কলকাতায় পৌঁছে গিয়েছেন অনেকে। ২১ জুলাই-এর সকাল থেকে ভীড় চোখে পড়ল কলকাতার দর্শনীয় স্থানগুলিতেও। আলিপুর চিড়িয়াখানা, ইডেন গার্ডেন, ভিক্টোরিয়া চত্বরে দেখা গেল তৃণমূল কর্মী সমর্থকদের ভীড়।

সাংবাদিকদের তারা জানান যে ২১ জুলাইয়ের মিছিলে যাওয়ার আগে তার ঘুরে দেখছেন। মিছিলের আগে সল্টলেক, দমদম, শিয়ালদা, হাওড়া দেখেছেন। তারা দেখেছেন এসএসকেএমও-।

যে সকল কলকাতার দর্শনীয় স্থানগুলি সকালে খোলেনি, সেগুলির গেটের সামনে থেকেই ঘুরে যাচ্ছেন অনেকেই। প্রতিবারের মতো এবারও ২১ শের সমাবেশ ঘিরে উৎসবের মেজাজ। একুশের সমাবেশ উপলক্ষে পিকনিকের মেজাজ চলছে।