এবার ওয়েটিং লিস্টের টিকিট নিয়ে বড় সিদ্ধান্ত রেলের

সকল মানুষের কাছেই ট্রেনযাত্রা খুবই আরামদায়ক তা বলাই চলে৷ কম সময়ের মধ্যে দূরের গন্তব্যে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব৷ লোকাল ট্রেনের পাশাপাশি প্রতিদিনই লক্ষাধিক মানুষ…

সকল মানুষের কাছেই ট্রেনযাত্রা খুবই আরামদায়ক তা বলাই চলে৷ কম সময়ের মধ্যে দূরের গন্তব্যে খুব সহজেই পৌঁছে যাওয়া সম্ভব৷ লোকাল ট্রেনের পাশাপাশি প্রতিদিনই লক্ষাধিক মানুষ যাতায়াত করেন দূরপাল্লার ট্রেনেও। তাই মধ্যবিত্তের কাছে টিকিটের দামও খুবই গুরুত্বপূর্ণ৷ আর সেটা যদি হয় পকেট ফ্রেন্ডলি তাহলে তো বেশ জমে যায় ব্যাপারটা৷ আর সামনেই দুর্গাপুজো৷ তাই সারবছর সময় না পেলেও এই সময়ে কম-বেশি সকলেই ছুটি পান৷ বন্ধুদের সঙ্গে হোক বা পরিবারের সঙ্গে কয়েকদিনের ছুটিতে কাছেপিঠে কোথাও একটা যাওয়াই যায়৷

যদিও আসল বিষয়টি হল যে কোনও স্থানেই বেড়াতে যান না কেন প্রায় দুই মাস আগে থেকে টিকিট বুক করতে হয় সকলকেই৷ অনেক সময়েই দেখা গিয়েছে,বহু সংখ্যক যাত্রীদের তো কনফার্ম টিকিট দেওয়া সম্ভব হয় না৷ আবার অনেক সময়ে শেষ মুহূর্তে টিকিট ক্যানসেল করে দেন। তখন ফাঁকা যায় সিট। এর জন্যই রেলের তরফে ব্যবস্থা করা হয় ওয়েটিং লিস্টের। তবে এবার ওয়েটিং লিস্ট সিট নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। কারণ এই নিয়ম না জানলে চরম ভোগান্তি হবে রেলযাত্রীদের। কী সেই সিদ্ধান্ত?

   

ভারতীয় রেলওয়ের তরফে জানানো হয়েছে,ওয়েটিং টিকিট নিয়ে আরও কড়া নিয়ম আনা হচ্ছে। ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা সংরক্ষিত কামরায় উঠতে পারবেন না। তা সে অনলাইনে টিকিট কাটুক বা অফলাইনে৷ সেই সঙ্গে ভারতীয় রেলের তরফে আরও জানানো হয়, যদি কোনও যাত্রী ওয়েটিং টিকিট নিয়ে যাত্রা করতে গিয়ে ধরা পড়েন,তাদের হতে পারে জরিমানাও৷ করা হবে এবং পরবর্তী স্টেশনে নামিয়ে দেওয়া হবে।