প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলার শুনানি আপাতত স্থগিত রইল। বৃহস্পতিবার মামলাটি শুনানির জন্য ওঠে বিচারপতি কান্ত এবং বিচারপতি বাগচীর বেঞ্চে। কিন্তু ব্যক্তিগত কারণ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মামলা থেকে অব্যাহতি নিলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। প্রধান বিচারপতি এই মামলা শোনার জন্য নতুন বেঞ্চ গঠন করবেন। সেই বেঞ্চেই পার্থর জামিন মামলার শুনানি হবে।
নিয়োগ দুর্নীতি মামলায় এখন জেলে বন্দি রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডির মামলায় জামিন পেলেও এখনও সিবিআইয়ের মামলায় জামিন পাননি তিনি। সেই মামলায় জামিনের আর্জি নিয়েই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন পার্থ। মামলাটি বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি সূর্য কান্তের ডিভিশন বেঞ্চে উঠলেও তাঁরা সেই মামলাটি থেকে সরে দাঁড়ান।
উল্লেখ্য, এর আগে হাইকোর্টে প্রাক্তন শিক্ষামন্ত্রীর জামিন মামলা শুনেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচী। সেই সময়ে তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ শুনিয়েছিলেন পার্থ সম্পর্কে। তিনি জানিয়েছিলেন, জেলবন্দি পার্থর ক্ষমতা তিনি এজলাসে বসে টের পাচ্ছেন।
২০২২ সালের ২২ জুলাই, ইডি পার্থর নাকতলার বাড়িতে রাতভর তল্লাশি চালায় এবং পরদিন সকালে তাঁকে গ্রেপ্তার করে। এরপর ২০২৪ সালের ১ অক্টোবর, সিবিআই তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ করে। ইডি মামলায় চলতি বছরের জানুয়ারিতে তিনি জামিন পেলেও, সিবিআই মামলায় জামিন না মেলায় এখনও কারাবন্দি। এই পরিস্থিতিতে, কলকাতা হাইকোর্টে তাঁর জামিনের আর্জি নিয়ে ডিভিশন বেঞ্চে মতভেদ তৈরি হয়। ফলে গঠিত হয় তৃতীয় বেঞ্চ। বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চ তাঁর জামিন আবেদন খারিজ করে। এরপরই পার্থ সুপ্রিম কোর্টে আবেদন জানান। তবে নতুন বেঞ্চ গঠন না হওয়া পর্যন্ত মামলার ভবিষ্যৎ শুনানি অনিশ্চিত।