এসএসসিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) গুরুতর অসুস্থ। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হল এসএসকেএম হাসপাতালে।
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় (SSC scam) আর ১৪ দিনের জেল হেফাজত পার্থ-অর্পিতার। জামিনের আবেদন জানানো হলেও তাঁর আবেদন মঞ্জুর করেনি আলিপুর কোর্ট। এরপর পার্থ ও পার্থ ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
শিক্ষক নিয়োগ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গত জুলাই মাসে পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর্থিক তদন্তকারী সংস্থা অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে নগদ ৫০ কোটি টাকারও বেশি টাকা এবং সোনা পেয়েছে এবং তাকে গ্রেপ্তার করেছে। পরের দিন পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে সব পদ থেকে বরখাস্ত করে দল থেকে বহিষ্কার করেন।