‘কুণাল যা করেছে অত ক্ষতি তো বিরোধীরাও করে না’, বিরাট মন্তব্য জেলবন্দি পার্থর

রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়ে একের পর এক দল বিরোধী মন্তব্য করে শিরোনামে রয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেইসঙ্গে নিয়োগ দুর্নীতির মূলচক্রি যে পার্থ চট্টোপাধ্যায়…

রাজ্য সাধারণ সম্পাদকের পদ খুইয়ে একের পর এক দল বিরোধী মন্তব্য করে শিরোনামে রয়েছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। সেইসঙ্গে নিয়োগ দুর্নীতির মূলচক্রি যে পার্থ চট্টোপাধ্যায় তাও জানাতে ভোলেন না কুণাল। এদিকে এবার এই ইস্যুতেই কুণালকে বেনজির আক্রমণ করলেন জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)।

তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন, ‘কুণাল যা করেছে অত ক্ষতি তো বিরোধীরাও করে না। জেলে এসে জানলাম কত ঘৃণ্য কাজ করেছেন কুণাল। আগে চিটফান্ডের টাকার হিসাব দিন কুণাল। কুণাল ঘোষকে আরও অনেক আগেই দল থেকে তাড়ানো উচিৎ ছিল।’

   

গতকাল বৃহস্পতিবার এসএসসিতে নিয়োগ দুর্নীতি নিয়েও বড় দাবি করেন কুণাল। তিনি জানান, ‘চাকরিতে নিয়োগের ক্ষেত্রে যে কিছু ভুল হচ্ছে সে ব্যাপারে দলের কাছে দীর্ঘদিন ধরে তথ্য ছিল। সেই কারণেই ২০২১ সালে শিক্ষা দফতর থেকে সরিয়ে দেওয়া হয় পার্থ চট্টোপাধ্যায়কে। দল যদি এই বিষয়ে গুরুত্ব সহকারে হস্তক্ষেপ করত তবে চাকরি প্রার্থীদের কোনও সমস্যায় পড়তে হত না।’