নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার পার্থ চট্টোপাধ্যায়কে আলিপুর সি জে এম আদালতে পেশ করা হয়। আদালতে যাওয়ার সময় ফের ক্ষোভ উগরে দিলেন পার্থ চট্টোপাধ্যায়।
ক্ষোভ উগরে পার্থ বলেন, ‘আমি ৩০০ দিনের বেশি বিনা বিচারে আটকে আছি, সেটা নিয়ে বলুন’। প্রসঙ্গত, পার্থ চট্টোপাধ্যায়কে অভিষেক বন্দোপাধ্যায়ের সিবিআই তলব নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি এমনটা বলেন।
সম্প্রতি রবীন্দ্রজয়ন্তীর আগের দিন নিয়োগ দুর্নীতিকাণ্ডে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের মুখে শোনা গিয়েছিল কবিগুরুর-কবিতা। সেই সময় আদালতে তোলার সময়, পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে উঠেছিল চোর স্লোগান। সেই সময়, সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নবজোয়ার যাত্রাকে দরাজ সার্টিফিকেট দেন পার্থ।
অপরদিকে, বিচারপতি অমৃতা সিনহার রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।