ব্যারাকপুরে উঠল নতুন সূর্য! পরাজিত ‘বাহুবলী’ অর্জুন

পরাজিত অর্জুন সিং। শেষবেলায় বাজিমাত পার্থ ভৌমিকের। প্রায় পঞ্চাশ হাজার বেশী ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। এই ব্যারাকপুর লোকসভা নিয়ে অনেক হিসেব…

partha bhowmik

পরাজিত অর্জুন সিং। শেষবেলায় বাজিমাত পার্থ ভৌমিকের। প্রায় পঞ্চাশ হাজার বেশী ভোটের ব্যবধানে জয়ী হলেন তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক। এই ব্যারাকপুর লোকসভা নিয়ে অনেক হিসেব কষা হয়েছিল। শুধু তাই নয় এক্সিট পোলেও অর্জুন সিংকেই জয়ী দেখানো হয়েছিল। কিন্তু শেষ হাসি হাসলেন পার্থ ভৌমিক। শুধু অর্জুন সিংকে হারালেন না প্রায় তাঁর রাজনৈতিক কেরিয়ার শেষ করলেন তিনি।

প্রসঙ্গত ২০১৯ সালে ব্যারাকপুর থেকে কয়েকহাজার ভোটে জিতেছিলেন অর্জুন সিং। হারিয়েছিলেন ঘাসফুলের দীনেশ ত্রিবেদীকে। তবে তিনি ফের দলে ফিরেছিলেন। কিন্তু টিকিট না পেয়ে আবার ফিরেছিলেন বিজেপিতে। তাঁর বিপরীতে তৃণমূল প্রার্থী করেছে গুড বয় পার্থকে। টানটান উত্তেজনার মুখে ভোট হয়েছে ব্যারাকপুরে। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া তেমন কোনও খবর নেই।

   

সকালে গণনা কেন্দ্রের বাইরে একদফা উত্তেজনা হয়ে গিয়েছে। তখন সদ্য ভোট গণনা কেন্দ্রে লোকে আসতে শুরু করেছে। ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরে তখন তৃণমূল-বিজেপির একদফা ধস্তাধস্তি হয়ে গিয়েছে। স্লোগান, পাল্টা স্লোগানে ভোট গণনার আগেই তপ্ত হয়ে ওঠে ব্যারাকপুরে সুরেন্দ্রনাথ কলেজের বাইরের চত্বর। জয়ী হওয়ার পর পার্থ ভৌমিক বলেছেন যে মজদুর ভবন অভিযান হবে। শুধু তাই নয়, ব্যারাকপুরে গুন্ডা রাজ বন্ধ হবে। অন্যদিকে মনমরা অর্জুন সিং তুলে আনেন ইভিএম প্রসঙ্গত।

তাঁর কথায় ইভিএমে গাফিলতি থাকতে পারে। তবে সেই পর্যন্ত এই হার মেনে নিয়ে তিনি জানিয়েছেন যে, মানুষ রায় দিয়েছে। এই রায় মাথা পেতে নিতে হবে। শুধু তাই নয়, আবার নতুন করে শুরু করার ইঙ্গিতও দিয়েছেন তিনি।