Panchayat Election: রাজভবনে যাবেন রাজীব সিনহা, আজই পদত্যাগ? নতুন নির্বাচন কমিশনার কে?

রাজভবন থেকে জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো হয়েছে রাজীব সিনহাকে। সূ্ত্রের খবর, আজ সকাল এগারোটা নাগাদ রাজভবনে যেতে পারেন নির্বাচন কমিশনার। নজির বিহীন কিছু ঘটার প্রবল…

Panchayat Election: রাজভবনে যাবেন রাজীব সিনহা, আজই পদত্যাগ? নতুন নির্বাচন কমিশনার কে?

রাজভবন থেকে জয়েনিং রিপোর্ট ফেরত পাঠানো হয়েছে রাজীব সিনহাকে। সূ্ত্রের খবর, আজ সকাল এগারোটা নাগাদ রাজভবনে যেতে পারেন নির্বাচন কমিশনার। নজির বিহীন কিছু ঘটার প্রবল সম্ভাবনা আছে বলে রাজনৈতিক মহলে আলোচনা। (Panchayat Election) পঞ্চায়েত ভোটের আগে তীব্র উত্তেজনা।

কমিশন সূত্রে জানা গেছে, হয়ত তিনি পদত্যাগ পত্র জমা দিতে পারেন। তার বদলে সামনে আসছে অজিত রঞ্জন বর্ধনের নাম। তবে সবই সময়ের অপেক্ষা, জানা যাবে সকাল ১১টার পর।

আর ১৬ দিন বাকি পঞ্চায়েত ভোটের। মনোনয়ন পর্ব থেকে শুরু হয়েছে অশান্তি। এখনও অশান্তি থামছে না। জেলায়-জেলায় গণ্ডগোলের খবর আসছে।

Advertisements

এরই মধ্যে, বুধবার রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহার জয়েনিং রিপোর্ট ফেরত পাঠান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যের পঞ্চায়েত ভোট নিয়ে আলোচনার জন্য রাজভবনে ডেকে পাঠানো হয়েছিল রাজ্য নির্বাচন কমিশনারকে। রাজভবন সূত্রের খবর, তিনি উপস্থিতি না দিতেই এই পদক্ষেপ।

সবার নজর থাকবে সেই দিকে কী হতে চলেছে। পাশপাশি জেলাগুলিতে অশান্তির থেকে সাময়িক স্বস্তি মেলে নাকি পরিস্থিতি একই থাকে নজর রয়েছে সেই দিকে।