SSC: নিয়োগ দুর্নীতি মামলায় নতুন করে FIR দায়েরের নির্দেশ

এবার নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ। Advertisements বলা হয়েছে, মামলাকারিরা সিবিআইয়ের কাছে তাঁদের…

ssc high

এবার নবম দশম শ্রেণীর সহকারী শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগেও সিবিআই তদন্তের নির্দেশ দিল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

Advertisements

বলা হয়েছে, মামলাকারিরা সিবিআইয়ের কাছে তাঁদের নথি জমা দেবেন। এসপি সিনহাকে নিয়ে কড়া প্রতিক্রিয়া দিয়ে আদালত জানায়, নিখাদ মিথ্যা কথা বলে আদালত কে ভুলপথে পরিচালনা করার চেষ্টা করেছেন এস পি সিনহা। প্রথম উপদেষ্টা কমিটির মিটিং হয়েছিল ১৮/১১/২০১৯ সালে। ভুল তথ্য দেওয়া হয়েছে। কারণ কোনও মিটিং হয়নি। আজই সিবিআই অফিসে গিয়ে আবেদনকারীরা যাবতীয় নথি তাঁরা জমা দেবেন

   

বৃহস্পতিবার নতুন এফআইআর দায়ের করে তদন্তের নির্দেশ দেওয়া হল সিবিআইকে। সাফ বলা হয়েছে, আজই এফআইআর দায়ের করে শুক্রবারের মধ্যে প্রাথমিক রিপোর্ট পেশ করতে হবে। ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ‘এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা ও বাকি সদস্যদের ফের জিজ্ঞাসাবাদ করবে সিবিআই। এছাড়া কোনও রাজনৈতিক নেতাকে তদন্তের আওতায় আনতে বাধা নেই সিবিআইয়ের।’