BREAKING: অভিষেক বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জাতীয় সড়কে কেন মিছিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে এই মামলা হয়েছে। Advertisements সম্প্রতি…

Suvendu Adhikari attacks tmc MP Abhishek Banerjee

অভিষেক বন্দ্যোপধ্যায়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। জাতীয় সড়কে কেন মিছিল করা হল, তা নিয়ে প্রশ্ন তুলে এই মামলা হয়েছে।

Advertisements

সম্প্রতি ‘নবজোয়ার’ কর্মসূচি নিয়ে রাজ্যের একাধিক জেলায় পৌঁছেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

বিজ্ঞাপন

এই জনস্বার্থ মামলা দায়ের হল বৃহস্পতিবার। আগামী জুন মাসের দ্বিতীয় সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, চলতি মাসেই উত্তর দিনাজপুরের ইটাহার এবং মুর্শিদাবাদের ফারাক্কায় জাতীয় সড়কে মিছিল করেন বলে অভিযোগ অভিষেক বন্দ্যোাধ্যায়ের বিরুদ্ধে।

বিরোধী দলনেতা শুভেন্দুর দাবি, জাতীয় সড়ক আইন অনুযায়ী অনুমতি না নিয়ে কেউ রাস্তা আটকে মিছিল করতে পারবে না। সে কারণেই এই মামলা করা হয়েছে। সেখানে গোটা রাস্তা কার্যত ভরে যায় তৃণমূলের কর্মী-সমর্থকদের ভিড়ে। সেই সভা নিয়েই মামলা হয়েছে।

আগামী ২৭ মে মালদহে শুভেন্দু অধিকারীর সভা করার কথা থাকলেও তাতে মেলেনি অনুমতি। পুলিশ প্রশাসনের বক্তব্য, কেন ১৫ দিন আগে অনুমতি চাওয়া হল না? এরই মধ্যে অভিষেকের মিছিল নিয়ে মামলা হল আদালতে।