টালিগঞ্জে (Tollygunge) মর্মান্তিক খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। শনিবার শ্যালিকার দেহ তিন খন্ডে বিভক্ত করে খুনের ঘটনায় গ্রেফতার ওই মহিলার ভগ্নিপতি। শুক্রবার টালিগঞ্জে পাওয়া গিয়েছিল মহিলার কাটা মুণ্ডু। শনিবার ওই মৃত মুণ্ডুর কার সেই পরিচয় জানতে পারে কলকাতা পুলিশ (Kolkata Police)। ধৃতকে জেরা করে মৃতার বাকি দেহাংশ খুঁজে পায় পুলিশ।
এদিন শনিবার দক্ষিণ কলকাতার রিজেন্ট পার্ক থানায় বাকি দেহাংশের খোঁজে তল্লাশি চালায় পুলিশ। শুক্রবার রাতেই মৃতার নাম, পরিচয় জানতে পেরেছে পুলিশ। জানা গিয়েছে, ওই মহিলা দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা।
তদন্তের স্বার্থে রাতেই বিশেষ তদন্তকারী দল (সিট) গড়া হয়েছে। খতিয়ে দেখা হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ। এর পরেই সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তবে এখনও পর্যন্ত মহিলার বাকি দেহাংশের খোঁজ মেলেনি। দেহ কত টুকরো করা হয়েছে, কোন অস্ত্র ব্যবহার করা হয়েছে, সব কিছু নিয়েই এখনও ধোঁয়াশায় রয়েছেন তদন্তকারীরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি মৃতার আত্মীয়। ওই ব্যক্তি খুনের ঘটনায় সরাসরি জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সম্পর্কের টানাপড়েনের জেরেই মহিলাকে খুন হতে হল কি না, খতিয়ে দেখা হচ্ছে তা-ও।