নিউজ ডেস্ক: কলকাতা : উৎসবের মরসুমে মিলল ওমিক্রন আক্রান্তের খোঁজ। কলকাতার মেডিক্যাল কলেজের এক ইন্টার্নের শরীরে মিলেছে করোনা ভাইরাসের নয়া স্ট্রেন। জানা গিয়েছে, আক্রান্ত বিদেশেও যাননি কখনও। তা সত্ত্বেও ‘ওমিক্রন’ সংক্রমিত হওয়ার খবরে চিন্তায় স্বাস্থ্যদফতর।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন আগে কলকাতার মেডিক্যাল কলেজের ইন্টার্নের শরীরে জ্বর, সর্দি, কাশির মতো নানা উপসর্গ দেখা দিয়েছিল। সেই সময় কোভিড টেস্ট করা হয় তাঁর। রিপোর্ট আসার পর জানা যায়, কৃষ্ণনগরের বাসিন্দা ওই ইন্টার্ন করোনা আক্রান্ত। এরপর তাঁর নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সংক্রমণের কথা জানা মাত্রই কলকাতা থেকে কৃষ্ণনগরে চলে যান তিনি। শুক্রবার জিনোম সিকোয়েন্সিংয়ের রিপোর্ট আসে। তাতেই জানা যায়, তাঁর শরীরে থাবা বসিয়েছে করোনার নয়া স্ট্রেন ‘ওমিক্রন’।
আক্রান্ত বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন। সূত্রের খবর, বাংলায় ছয় জন ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছে। আর এর মধ্যেই উৎসবের মরশুমে তিলোত্তমার করোনার ছবিটা চিন্তায় রাখছে রাজ্যবাসীকে। একদিনে কলকাতায় আক্রান্তের সংখ্যা ছাড়াল ২০০-র গণ্ডি। সামান্য বাড়ল অ্যাকটিভ কেসও।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৫০ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত ২১৭ জন। সংক্রমণের নিরিখে এদিনও দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা।