Metro Rail: সপ্তাহের তৃতীয় দিনে স্তব্ধ মেট্রো পরিষেবা!

সপ্তাহের তৃতীয় দিনে ব্যস্ত সময়ে স্তব্ধ মেট্রো পরিষেবা। মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় থমকে রয়েছে মেট্রো চলাচল। সূত্র মারফৎ জানা গিয়েছে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক…

36 Metro Services to Be Reduced in One Go: Check the New Timetable

সপ্তাহের তৃতীয় দিনে ব্যস্ত সময়ে স্তব্ধ মেট্রো পরিষেবা। মেট্রোয় ফের আত্মহত্যার চেষ্টা করার ঘটনায় থমকে রয়েছে মেট্রো চলাচল। সূত্র মারফৎ জানা গিয়েছে টালিগঞ্জ অর্থাৎ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন পর্যন্ত ট্রেন চলছে না। বিচ্ছিন্ন ভাবে ট্রেন চলছে ময়দান থেকে দক্ষিণেশ্বর। এবং মহানায়ক উত্তম কুমার থেকে কবি সুভাষ পর্যন্ত।

আরও জানা গিয়েছে যে ঘটনাটি ঘটেছে বুধবার সকাল ১১টা বেজে ৩৮ মিনিটে। ব্যক্তির পরিচয় এখনও জানা না গেলেও তাঁকে মেট্রো ট্র্যাক থেকে উদ্ধার করার চেষ্টা চলছে। তাঁকে উদ্ধার করা হলেই পরিষেবা আবার স্বাভাবিক হবে বলে জানা গিয়েছে।

   

এই সংবাদটি সবেমাত্র এসেছে এবং আপনি এটি kolkata24x7.in এ পড়ছেন। যেমন তথ্য প্রাপ্ত হচ্ছে, আমরা এটি আপডেট করছি। আরও ভাল অভিজ্ঞতার জন্য আপনি এই সংবাদটি রিফ্রেশ করুন, যাতে আপনি অবিলম্বে সমস্ত আপডেটগুলি পেতে পারেন। আমাদের সাথে থাকুন এবং প্রতিটি সঠিক সংবাদ পান প্রথমে কেবল kolkata24x7.in এ