Loksabha election 2024: প্রচন্ড গরমে কর্তব্যরত জওয়ানের মৃত্যু বীরভূমে। আবার কি হিট স্ট্রোক

আজ রাজ্যের ৮ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সারা দেশে মোট ৯৪ আসনে ভোট গ্রহণ চলছে চতুর্থ দফা লোকসভা কেন্দ্রে। আজ ভোট গ্রহণ শুরু হতেই বিভিন্ন…

CRPF, jawan,Poonch , Rajouri , militant attacks, Jammu

আজ রাজ্যের ৮ কেন্দ্রে ভোট গ্রহণ চলছে। সারা দেশে মোট ৯৪ আসনে ভোট গ্রহণ চলছে চতুর্থ দফা লোকসভা কেন্দ্রে। আজ ভোট গ্রহণ শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর পাওয়া যাচ্ছে। তার মধ্যেই এক সিআরপিএফ জওয়ানের মৃত্যুর খবর পাওয়া গেল। ভোটের মধ্যে আবারও এক সিআরপিএফ জওয়ানের মৃত্যুর খবরে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে বীরভূমের মুরারই ২নং ব্লকের পাইকর জাজিগ্রাম ২০৩নং বুথে কর্মরত অবস্থায় মৃত্যু হল সিআরপিএফ জওয়ান মহেন্দ্র সিংয়ের ৷ অত্যধিক গরমে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই নির্বাচন কমিশন প্রত্যেক কর্মরত জওয়ানকে সতর্ক থাকতে বলেছে।

   

প্রশ্ন উঠেছে অত্যাধিক গরমের কি মৃত্যু নাকি অন্য কোনও কারণ রয়েছে এর পিছনে নাকি আবার রাজ্যে হিট স্ট্রোকের পূর্বাভাস এই মৃত্যু? তবে চিকিৎসকরা এই মৃত্যুর জন্য হৃদরোগকেই দায়ী করেছেন। এর সঙ্গে হিট স্ট্রোকের কোনও সম্পর্ক নেই বলে জানা গিয়েছে।

একদিন ভোট শুরু হতেই বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া যেতে থাকে। কমিশন সূত্রে খবর, এখনো পর্যন্ত প্রায় ১০৮৮টি অভিযোগ জমা পড়েছে। তবে সারা দেশের মধ্যে ভোটদানের হারে এগিয়ে রয়েছে বাংলা।