নাবালিকাকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ বিজেপির পঞ্চায়েত প্রধানের, উত্তপ্ত মগরাহাট

ভোটের ষষ্ঠ পর্ব মিটতে না মিটতেই আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়াল মগরাহাটে। এক নাবালিকাকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু…

a bjp leader is accused for rape in magarhat

short-samachar

ভোটের ষষ্ঠ পর্ব মিটতে না মিটতেই আবারও রাজনৈতিক উত্তেজনা ছড়াল মগরাহাটে। এক নাবালিকাকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ উঠল এক বিজেপি পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। শুধু তাই নয় এই অভিযোগ প্রকাশ্যে আসতেই ওই অভিযুক্ত বিজেপি নেতাকে বিবস্ত্র করে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মারা হয়েছে। এই ঘটনায় মগরহাট থানার পুলিশ গিয়ে ওই বিজেপি নেতাকে উদ্ধার করে তাঁর প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, মগরাহাট থানায় লিখিত অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবারের।

   

পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর লোকসভা কেন্দ্রের অন্তর্গত মগরাহাট পূর্ব বিধানসভার উড়েল চাঁদপুর এলাকার পঞ্চায়েত প্রধান রাকেশ মণ্ডল এলাকার দাপুটে বিজেপি নেতা হিসাবেই পরিচিত। জানা গিয়েছে বিজেপির পঞ্চায়েত প্রধান রাকেশ শুক্রবার রাতে এলাকারই এক নাবালিকাকে বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। নাবালিকা চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়দের দাবি, তখনই হাতেনাতে ধরা পড়ে যান রাকেশ। এর পর তাঁকে বিবস্ত্র করে ল্যাম্পপোস্টে বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক উত্তেজনা। অভিযুক্ত বিজেপি নেতার দাবি তিনি শুক্রবার বাড়ি ফিরছিলেন, সেই সময় তাঁকে ল্যাম্পপোস্টে বেঁধে বেধড়ক মার হয়। এর পিছনে তিনি রাজনৈতিক হিংসাকেই দায়ী করেন। প্রসঙ্গত সপ্তম দফায় ভোট রয়েছে দক্ষিণ চব্বিশ পরগণায়। তার আগে এই ঘটনাউ শুরু হয়েছে কটাক্ষ। আহত অবস্থায় রাকেশকে প্রথমে মগরাহাট গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় রাকেশকে ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে স্থানান্তরিত করা হয়।নাবালিকার মেডিক্যাল টেস্ট করানোর পাশাপাশি অভিযোগের ভিত্তিতে তদন্তও শুরু করা হয়েছে।