উপনির্বাচনের সকালে ভাটপাড়ায় দুষ্কৃতীর গুলিতে খুন তৃণমূল নেতা, চলল দেদার বোমাবাজি

বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ৬টি কেন্দ্রে শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচন। এই ছটি কেন্দ্রের মধ্যে নৈহাটিতে রয়েছে উপনির্বাচন। আর আজ সাতসকালে নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন ফের উত্তপ্ত…

On the morning of the by-election, a TMC leader was shot dead by miscreants in Bhatpara, and a violent bomb attack ensued.

বুধবার সকাল থেকে পশ্চিমবঙ্গের ৬টি কেন্দ্রে শুরু হয়েছে বিধানসভা উপনির্বাচন। এই ছটি কেন্দ্রের মধ্যে নৈহাটিতে রয়েছে উপনির্বাচন। আর আজ সাতসকালে নৈহাটিতে উপনির্বাচন চলাকালীন ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর ২৪ পরগনার ভাটপাড়া (Bhatpara)। সকাল সকাল বোমাবাজি এবং গুলির লড়াইয়ের মধ্যে প্রাণ গেল ভাটপাড়া পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউয়ের।

এমন ঘটনায় ইতিমধ্যেই এলাকাজুড়ে আতঙ্কের সৃষ্টি হয়েছে। সকালে চা খেতে এসে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন সেখানকার প্রাক্তন তৃণমূল সভাপতি। জানা গেছে, বুধবার সকালে ভাটপাড়া থানার কাছে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন সেই তৃণমূল নেতা। এরপর হঠাৎই কয়েকজন দুষ্কৃতী সেই চায়ের দোকানে ঢুকে দোকানের ভিতরে ও বাইরে বোমা ছুঁড়ে তৃণমূল নেতাকে লক্ষ্য করে একের পর এক এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে।

   

ঝাড়খণ্ডে আজ প্রথম দফায় নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাগ্য নির্ধারণ

দোকানের সমস্ত জিনিস নষ্ট করে সেখানে বোমাবাজির পর অশোক সাউকে গুলি করে সেই দুষ্কৃতীরা সেখান থেকে পালিয়ে যায়। জানা গেছে। সেই তৃণমূল নেতার পিঠে গুলি লাগার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে দ্রুত তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু হলে চিকিৎসকেরা তাঁকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার সময় তাঁর মৃত্যু ঘটে।

বর্তমানে এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ আধিকারিকেরা স্থানীয়দের সঙ্গে কথা বলে ঘটনা সম্পর্কে তদন্ত শুরু করেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা থেকে বোমাবাজি করতে এসে দুষ্কৃতীরা চায়ের দোকানে ঢুকে তাণ্ডব চালিয়ে পালিয়ে যায়। দোকানে তখন প্রচুর ভিড় ছিল ফলে হামলার সময় অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এখন পর্যন্ত পুলিশ কোনো গ্রেফতারি বা তথ্য প্রকাশ করতে পারেনি।

মমতা-সরকারের কাছে আরজি কর ধর্ষণ-কাণ্ডের রিপোর্ট চাইলেন রাজ্যপাল

তবে স্থানীয়দের দাবি, অশোক সাউকে যারা গুলি করেছে তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই হামলা চালিয়েছে। ঘটনার পরে পুরো ভাটপাড়া থানা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। দোকানের মালিক জানান, তিনি চা বানানোর কাজে ব্যস্ত ছিলেন। তিনি জানিয়েছেন, “কিছু বুঝতে পারিনি, তবে অশোকবাবুর গায়ে গুলি লেগেছে। আমার দোকানেরও ক্ষতি হয়েছে”।

ব্যারাকপুর পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া বলেছেন, “তিনজন দুষ্কৃতী চায়ের দোকানে ঢুকে অশোক সাউকে গুলি করেছে। স্থানীয়দের দাবি, একটি বোমাও ছোড়া হয়। অশোক সাউয়ের পিঠে গুলি লেগেছে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ২০২৩ সালে অশোক সাউয়ের উপর হামলা হয়েছিল এবং সে সময় এক অভিযুক্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তবে এবারকার ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

সপ্তাহান্তেই শীতের ছোঁয়া পাবে বঙ্গবাসী! পারদ নেমে কবে পড়বে জাঁকিয়ে শীত?

এই ঘটনার পর নিহত তৃণমূল নেতার পরিবার দাবি করে জানিয়েছে, বেআইনি কাজে বাধা দেওয়ার জন্যই তাঁকে খুন করা হয়েছে। প্রসঙ্গত, ফেব্রুয়ারিতেও অশোক সাউকে হামলা করা হয়েছিল। ওই সময় আকাশ নামে একজন অভিযুক্তের খোঁজ মিলেছিল। যদিও পরে সে মারা যায়। এবারকার ঘটনায় কারা জড়িত তা খতিয়ে দেখার জন্য পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তে নেমেছে।