News Desk: পশ্চিমবঙ্গেও কি ওমিক্রন (Omicron) ঢুকে গেল? আশঙ্কা এমনই। বাংলাদেশ থেকে ফিরে আসা এক ব্যক্তির দেহে করোনাভাইরাস ধরা পড়েছে। তাঁর নমুনা পরীক্ষা করা হচ্ছে। তবে সেই ব্যক্তি ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত কিনা তা নিয়ে চিন্তা।
আক্রান্ত ব্যক্তি উত্তর ২৪ পরগনার বারাসতের বাসিন্দা। সম্প্রতি তিনি বাংলাদেশ থেকে ফিরে আসেন। সীমান্তে তাঁর পরীক্ষা করা হয়। সেই রিপোর্টে ধরা পড়েছে তিনি করোনা পজিটিভ।আপাতত তিনি বেলেঘাটার আইডি হাসপাতালে আছেন।
একইভাবে ইংলিশ থেকে আসা এক তরুণীর দেহে মিলেছে করোনাভাইরাস। তিনিও কি ওমিক্রন সংক্রমিত? চিকিৎসকরা বলছেন, করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্ট অত্যন্ত দ্রুত সংক্রমণ ছড়ায়। বাংলাদেশ থেকে আলা ব্যক্তি বা ইংল্যান্ড থেকে আসা তরুণী সেরকম সংক্রমিত কিনা তা পরীক্ষার ফলাফলে নিশ্চিত হবে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল।
ঢাকার সংবাদ মাধ্যমের খবর, বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল জিম্বাবোয়ে সফর শেষে ফিরতেই দুই ক্রিকেটারের দেহে ওমিক্রন সংক্রমণ চিহ্নিত হয়েছে। পুরো দলটিকে বিশেষ নজরে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। বাংলাদেশের স্থানান্তর জাহিদ মালিক জানান, দেশে ওমিক্রন ঢুকেছে।
বিদেশ বা অন্যান্য রাজ্য থেকে যারা পশ্চিমবঙ্গে আসছেন তাদের নিয়েই চিন্তা জানিয়েছেন বিশেষজ্ঞরা। মহারাষ্ট্র, দিল্লি, কর্নাটক সহ আসছেন বহুজন। বিমান বন্দরে সতর্কতা থাকলেও সড়ক ও রেলপথের যাত্রীদের নিয়ে উদ্বেগ বেশি।
দক্ষিণ আফ্রিকা থেকে করোনাভাইরাসের ওমিক্রন ছড়াতে শুরু করেছে বিশ্বজুড়ে। পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।