‘আর শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, Reclaim POK’, পহেলগাঁও কাণ্ডে বড় দাবি অভিষেকের

Abhishek Banerjee: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ফুঁসছে গোটা দেশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, ভারত থেকে…

Bengal Deprived, Focus Only on Bihar, Says Abhishek Banerjee After Nirmala’s Budget

Abhishek Banerjee: পহেলগাঁওয়ে পর্যটকদের উপর জঙ্গি হামলায় ফুঁসছে গোটা দেশ। এই ঘটনার পরিপ্রেক্ষিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত করা হয়েছে, ভারত থেকে পাকিস্তানিদের চলে যেতে বলা হয়েছে, সার্ক ভিসাও বন্ধ করা হয়েছে। অপর দিকে প্রস্তুতি চলছে সামরিক মহড়ার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জঙ্গিদের বিরুদ্ধে হুঁশিয়ারির পরই যুদ্ধ মহড়ায় ব্যস্ত ভারতীয় সেনা, নৌসেনা এবং বায়ুসেনা। কাশ্মীরজুড়ে চলছে জঙ্গির খোঁজে চিরুনি তল্লাশি, চলছে জঙ্গিদের ঘর ভাঙার কাজ। এমন পরিস্থিতির মাঝেই ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুর্নদখল’ করার কথা বলে গর্জে উঠলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘এবার শুধু সার্জিক্যাল স্ট্রাইক নয়, যে ভাষা ওরা জানে সেই ভাষাতেই ওদের জবাব দিতে হবে। এখন সময় এসেছে পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুর্নদখল করার।’ এর আগে গর্জে ওঠেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সাফ জানিয়েছিলেন যে এমন জবাব দেব, কল্পনাও করতে পারবেন না। ঘটনার পর হুঁশিয়ারি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন কাউকে রেহাত করা হবে না। জঙ্গিদের কোনওভাবেই ছাড়া হবে না।

   

সোশ্যাল মিডিয়ায় অভিষেক বলেন, হুমকি নয়, কাজ করে দেখাতে হবে মোদী সরকারকে। পাকিস্তান যে ভাষা বোঝে সেই ভাষাতেই তাকে জবাব দিতে হবে। তৃণমূল সাংসদ আরও লেখেন, গত কয়েকদিন ধরে সংবাদমাধ্যমের উপরে নজর রেখে চলেছি। পহেলগাঁও হামলার ক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থায় গলদের কথা না তুলে কিছু মিডিয়া এমনসব কথা বলেছে যা একটি বিশেষ রাজনৈতিক দলকে সুবিধে করে দেবে। এখন এইসব কাজের সময়ে নয়। সবাইকে রাজনীতির উপরে উঠে এই আঘাতের মোকাবিলা করতে হবে। এটা কোনও সার্জিক্যাল স্ট্রাইকের সময় নয়, পাকিস্তানকে কোনও প্রতীকী হুমকি দেওয়ারও সময় নয়। এটা পাকিস্তানকে সেই ভাষায় শিক্ষা দেওয়ার সময় যে ভাষা ওরা বোঝে। এটা পাক অধিকৃত কাশ্মীর দখল করে নেওয়ার সময় এসেছে।

 

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে স্বাগত জানান বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। সংবাদমাধ্যমকে তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যে কথাটি বলেছেন সেটাই ভারতের প্রত্যেকটি মানুষের একমাত্র অন্তরের ইচ্ছা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে দলে রয়েছেন সেই দল যাদের গর্ভ থেকে জন্ম নিয়েছে সেই দলের কারণেই আজকের এই পাক অধিকৃত সমস্যার জন্ম নিয়েছিল। আমি আশা করব ভবিষ্যতে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন দায়িত্বশীল রাজনৈতিক কর্মী হিসেবে তাঁর দলের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের বিবৃতি থেকে বিরত রাখবেন। তাদের যে বিবৃতি আসছে তা পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে। এর আগেও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন বক্তব্য পাকিস্তানের বিভিন্ন ম্যাগাজিনের প্রথম পাতার খবর হয়েছিল। তবে তিনি যে চিন্তা করেছেন পিওকে সম্পর্কে তাকে কারও রাজনীতি করা উচিত নয়।

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় মৃত্যু হয়েছে ২৬ জনের। তার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের তিন পর্যটক। নিহতদের পরিবারের জন্য ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন মখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে, কেন্দ্রের সর্বদলীয় বৈঠকে জঙ্গি দমনে কঠোর পদক্ষেপে পাশে রয়েছে তৃণমূল কংগ্রেসের সরকার বলে স্পষ্ট জানিয়েছেন লোকসভায় তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। ওয়াকিবহাল মহলের মতে এমন পরিস্থিতিতে অভিষেকের পোস্ট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।