NIT Student suicide:পরীক্ষায় বসতে দিতে বাঁধা,আত্মহত্যা পড়ুয়ার! ইস্তফা দিলেন ডিরেক্টর

ছাত্র মৃত্যুর জেরে তুমুল বিক্ষোভ এনআইটির ক্যাম্পাসে। বিক্ষোভের জেরে ইস্তফা দিলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিরেক্টর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর…

নিয়োগ দুর্নীতির (Bengal SSC Scam) জেরে আদালতের নির্দেশের পর বাতিল চাকরির তালিকা বের হয়েছে। অভিযোগ, যোগ্য প্রার্থীদের টপকে যে সব অযোগ্যরা তৃণমূল নেতাদের ধরে বিপুল টাকা দিয়ে চাকরি পেয়েছিল।

ছাত্র মৃত্যুর জেরে তুমুল বিক্ষোভ এনআইটির ক্যাম্পাসে। বিক্ষোভের জেরে ইস্তফা দিলেন দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি ডিরেক্টর। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর জন্য ডিরেক্টরকে দায়ী তুমুল বিক্ষোভ দেখায় ছাত্রদের একাংশ। রবিবার কার্যত ডিরেক্টরের সঙ্গে হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায় পরিস্থিতি। কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক দ্বারা পরিচালিত দুর্গাপুরের ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির এই ঘটনার চাঞ্চল্য ছড়িয়েছে।

সূত্র মারফৎ জানা গিয়েছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র অর্পণ ঘোঘের অস্বাভাবিক মৃত্যুর অভিযোগে তুমুল উত্তেজনা ছড়ায়। জানা গিয়েছে ছাত্রের বয়স ২০। তার বাড়ি হুগলির ব্যান্ডেলে। জানা গিয়েছে কলেজের একটি পরীক্ষায় আইডি কার্ড নিয়ে যেতে ভুলে গিয়েছিল অর্পণ। তাকে আর সেই পরীক্ষায় বসতে দেওয়া হয়নি। তারপরেই ঘরে ফিরে ছেলেটি আত্মহত্যা করে। কলেজের পড়ুয়াদের দাবি, অর্পণকে যখন তাঁর ঘর থেকে উদ্ধার করা হয়, তখনও তাঁর হৃদযন্ত্র সচল ছিল। কিন্তু কলেজেরই গাফিলটিতে তার মৃত্যু ঘটে।

Advertisements

রবিবার রাতে কলেজের ডিরেক্টর অরবিন্দ চৌবের অপসারণের দাবিতে ফেটে পড়েন ছাত্ররা। তারপরেই তিনি পদত্যাগ করেন। যদিও এই বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চাননি। কলেজ পড়ুয়াদের দাবি, এনআইটির নিজস্ব হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় ওষুধপত্র না থাকা এবং দীর্ঘ ২০ মিনিট অর্পণকে ফেলে রাখার কারণেই তাঁর মৃত্যু হয়।