নিকো পার্কে যুবকের রহস্যমৃত্যু, রাইড দুর্ঘটনা না কি শারীরিক অসুস্থতা?

Nicco Park Accident: নিকো পার্কের ওয়াটার রাইডে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাইড ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। তবে…

Nicco Park

Nicco Park Accident: নিকো পার্কের ওয়াটার রাইডে এক যুবকের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাইড ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। তবে এই দাবিকে খারিজ করেছে নিকো পার্ক কর্তৃপক্ষ। তাঁদের বক্তব্য, কোনও রাইড ভেঙে পড়েনি, বরং স্নান করার সময় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। যুবকের মৃত্যুর প্রকৃত কারণ জানতে তাঁর বন্ধুবান্ধবদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল দাস। আগে উল্টোডাঙার মুরারিপুকুরে থাকলেও বর্তমানে বাগুইআটির বাসিন্দা তিনি। বুধবার সকাল ১১টা নাগাদ সাত বন্ধুর সঙ্গে নিকো পার্কে ঘুরতে আসেন রাহুল। ওয়াটার পার্কে ‘নায়াগ্রা ফলস’-এর নিচে স্নান করার সময় আচমকাই জলে ডুবে যান তিনি। বন্ধুদের চোখে পড়তেই তড়িঘড়ি তাঁকে টেনে তোলা হয়। পার্ক কর্তৃপক্ষও সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁকে সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাহুল।

   

খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে রাহুলের বন্ধুদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বিশাল পুলিশবাহিনী। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, রাইড ভেঙে জলে পড়ে মৃত্যু হয়েছে যুবকের। এই ঘটনার জেরে নিকো পার্কে আসা অন্যান্য পর্যটকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। ওয়াটার পার্কে রাইড ভেঙে পড়ার অভিযোগ ঘিরে নতুন করে প্রশ্ন উঠছে পার্কের নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে।

Advertisements

প্রসঙ্গত, ২০১২ সালেও নিকো পার্কে এক জয়রাইড ভেঙে পড়ায় ১৫ জন আহত হয়েছিলেন। সেই ঘটনার পর পার্কের রক্ষণাবেক্ষণ নিয়ে একাধিক প্রশ্ন উঠেছিল। এক দশকের বেশি সময় পরে ফের এক মৃত্যুর ঘটনায় সেই প্রশ্ন আবারও সামনে এল। আপাতত বন্ধ রাখা হয়েছে ওয়াটার পার্কের ওই অংশ।