নিত্যযাত্রীদের বিরাট সুখবর দিল রেল! শিয়ালদহ শাখায় চালু হল এই বিশেষ ব্যবস্থা

   আর পোয়াতে হবে না ঝক্কি! দিন শেষে বাড়ি ফেরার সময় আর করতে হবে না দুশ্চিন্তা। ভিড় ট্রেনে বাড়ি ফেরার দিন এবার শেষের পথে। শিয়ালদহ…

local-trains-cancelled-traffic-block-for-work-in-sealdah-division
  

আর পোয়াতে হবে না ঝক্কি! দিন শেষে বাড়ি ফেরার সময় আর করতে হবে না দুশ্চিন্তা। ভিড় ট্রেনে বাড়ি ফেরার দিন এবার শেষের পথে। শিয়ালদহ শাখায় সব ট্রেন বারো কোচের হবে, এই খবর প্রকাশ্যে আসতেই উন্মাদনা শুরু হয়েছিল নিত্যযাত্রীদের মধ্যে। প্রশ্ন উঠেছিল, কবে থেকে শুরু হবে এই পরিষেবা? রেল উত্তর দিয়েছিল আগামী জুলাই মাসের ১ তারিখ থেকে। তারপরেও নিত্যযাত্রীদের সন্দেশ ছিল, আদেও হবে তো? কিন্তু রেলে সেই কাজের আরও একধাপ এগোল বলে জানা গিয়েছে।

সাবধান! তিন টাচেই গায়েব ১৪ লাখ! গুগল সার্চ করতেই উধাও সারাজীবনের সঞ্চয়।

   

রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদা ডিভিশনের আরও তিনটি প্ল্যাটফর্ম থেকে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত। রেলের হিসেব অনুযায়ী, ১২ বগির ট্রেন চালু হলে প্রায় হাজার জন অতিরিক্ত যাত্রী যাতায়াত করতে পারবেন। আগামী সপ্তাহে খুলে যেতে পারে আরও ২টি প্ল্যাটফর্ম, আশা রেলের। প্রসঙ্গত শিয়ালাদা স্টেশন দেশের ব্যস্ততম রেলস্টেশনগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করেন এই স্টেশন দিয়ে।

ফের দুর্ঘটনা! হাওড়ায় ট্রেনের ইঞ্জিন থেকে গল গল করে বেরোচ্ছে ধোঁয়া…

রেল সূত্রে খবর, শিয়ালদহ ডিভিশনে প্রতি দিন চলাচল করে ৮৯২টি লোকাল ট্রেন। ৬ থেকে বাকি প্ল্যাটফর্মে ১২ কামরার লোকাল ট্রেন চলতে পারলেও দৈর্ঘ্য কম থাকায় ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারত না। শুক্রবার থেকে আরও তিনটি প্ল্যাটফর্মে শুরু হল ১২ কামরার লোকাল ট্রেনের যাতায়াত। ১২ কামরার ট্রেনের উপযোগী প্ল্যাটফর্ম তৈরির জন্য গত সপ্তাহে ৪ দিন বন্ধ রাখা হয় শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। যার জেরে চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।