নিউটাউন হত্যা কাণ্ডে নয়া মোড় মিলছে আরো তথ্য

নিউটাউন হত্যা কাণ্ডে মিলেছে আরো তথ্য। গতকাল নিউটাউন এর লোহার ব্রিজ সংলগ জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার হওয়ার পরই তড়িঘড়ি পোস্টমর্টেমের…

নিউটাউন হত্যা কাণ্ডে মিলেছে আরো তথ্য। গতকাল নিউটাউন এর লোহার ব্রিজ সংলগ জঙ্গল থেকে এক নাবালিকার দেহ উদ্ধার হয়। দেহটি উদ্ধার হওয়ার পরই তড়িঘড়ি পোস্টমর্টেমের জন্য দেহটি পাঠানো হয়। নিউটাউন এর লোহার ব্রিজ সংলগ্ন এলাকা থেকে যে নাবালিকার মৃতদেহ উদ্ধার হয়েছে, তা এলাকার মানুষের মধ্যে দুশ্চিন্তা সৃষ্টি করেছে।

পোস্টমর্টেমের প্রাথমিক রিপোর্টে নাবালিকার নাবালিকার যৌনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে, এবং বুকে নখের দাগ । এমনকি তার গলায় শ্বাসরোধের চিহ্ন ও পাওয়া গেছে। দেহের পোশাক দেখে তদন্তকারীরা ধর্ষণের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না। সূত্রের খবর অনুযায়ী নাবালিকার বাড়ি গৌরাঙ্গ নগরে। সি সি টিভি র ফুটেজের ভিত্তিতে ঘটনার দিন তাকে যাত্রা গেছি অব্দি যেতে দেখা যায় একটি বাইকে করে। সঙ্গে দুজন যুবককেও দেখা গেছে।

   

সঙ্গী যুবকদের সঙ্গে নাবালিকার কি সম্পর্ক তা এখনো জানা যায়নি। তদন্তকারীরা সন্দেহ করছেন ওই দুই যুবকের হাতেই রয়েছে এই হত্যা রহস্যের চাবিকাঠি। এটি একটি অত্যন্ত উদ্বেগজনক ঘটনা, বিশেষ করে যখন শহরবাসী এমন ঘটনার পর নিরাপত্তার ব্যাপারে আরো সতর্ক হয়ে যায়। নতুন তথ্য প্রকাশ পাওয়ার সাথে সাথে নিউটাউন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করার কথা ভাবছে কর্তৃপক্ষ। এই ঘটনায় পুলিশ দেহটির উদ্ধার করার পর, শহরের নিরাপত্তা সংক্রান্ত প্রশ্ন উঠতে শুরু করেছে।

পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে যাতে ওই দুই সন্দেজভাজন যুবককে সনাক্ত করা যায়। নিউটাউন হত্যাকাণ্ডে নতুন তথ্য ও বিস্তারিত উঠে আসার পর, পুলিশের জন্য এটি একটি কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে, সঠিক তদন্তের মাধ্যমে অপরাধীকে দ্রুত গ্রেফতার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে, এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে। অপরাধমূলক কার্যকলাপ রোধে কড়া পদক্ষেপ গ্রহণের পাশাপাশি শহরের নিরাপত্তা আরো জোরদার করার লক্ষ্যে ব্যবস্থা নেওয়া হবে।