সরকারি বাসের দৌরাত্ব নিয়ন্ত্রণে নয়া খেল পরিবহন দপ্তরের

বাস চালকদের দৌরাত্বে মাঝে মাঝেই বিপদে পড়তে হয় পথচারীদের। বেলাগাম গতি, অন্য বাসের সঙ্গে রেষারেষিতে প্রাণ ও গেছে বহু মানুষের। কখনো আবার অন্য রুটেও ঢুকে…

বাস চালকদের দৌরাত্বে মাঝে মাঝেই বিপদে পড়তে হয় পথচারীদের। বেলাগাম গতি, অন্য বাসের সঙ্গে রেষারেষিতে প্রাণ ও গেছে বহু মানুষের। কখনো আবার অন্য রুটেও ঢুকে পড়তে দেখা গেছে সরকারি বাস চালকদের। এবার এই বেলাগাম কর্মকান্ডে রাশ টানতেই নয়া উদ্যোগ রাজ্য সরকারের। এমনকি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী কে উধৃত করে জানানো হচ্ছে এবারে এই অনিয়ম আর চলবেনা তা বমেধ করবেই রাজ্য সরকার। পরিবহন দপ্তর থেকে জানানো হচ্ছে খুব শিগগিরই একটি নতুন অ্যাপ তৈরী করা হচ্ছে যা দিয়ে বাস চালকদের ট্র্যাক করা সম্ভব হবে।

পরিবহন দপ্তর চাইছে সরকারি বাস চালকদের এই বেনিয়ম চিরতরে বন্ধ করতে। প্রযুক্তির সাহায্য নিয়ে তাই নতুন এই ট্র্যাকিং সিস্টেম চালু করতে চাইছে পরিবহন দপ্তর। এটি মূলত একটি মোবাইল এপ্লিকেশন যা দিয়ে বাস চালকদের লগ ইন করতে হবে বসে ওঠার আগে। লগ ইন এ দিতে হবে বাসের নম্বর ও। তাহলেই সেটি সংযুক্ত হবে ট্রাফিক কন্ট্রোল রুমের সাথে।

   

এই অ্যাপ টি এতটাই কার্যকর হবে যে বাসের গতি, বাসটির কোন রুট আছে এবং কোথায় কতক্ষন থামছে তাও জানা সম্ভব হবে। কোনো রকমের অনিয়ম দেখা গেলে সাথে সাথে মোবাইল এ যাবে এস এম এস। তিনবারের বেশি অনিয়মের অভিযোগ দেখা গেলে ৩ মাসের জন্য ওই চালকের লাইসেন্স ব্লক করে দেওয়া হতে পারে। তবে শাস্তি কি হবে তা এখনো চূড়ান্ত করা হয়নি তবে বাস চালকদের যাতে শাস্তির মুখে পড়তে না হয় তার জন্য প্রথমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

সন্দেহাতীত ভাবে রাজ্য সরকারের এই উদ্যোগ সাধারণ যাত্রী ও পথচারীদের আশার আলো দেখাবে এবং সরকারি বাসের বেলাগাম গতি ও নিয়ন্ত্রণে আসবে বলে আশা রেখেছে রাজ্য সরকার।