বেআইনি পার্কিং রুখতে নয়া অ্যাপ KMC র

বেআইনি পার্কিং কে কেন্দ্র করে শহরের বুকে তৈরী হচ্ছে নিত্য নৈমিত্তিক চাঞ্চল্য। এবার সেই ঘটনা নিয়ন্ত্রন করতে KMC আনতে চলেছে নয়া অ্যাপ। অবৈধ পার্কিংয়ের জেরে…

বেআইনি পার্কিং রুখতে নয়া অ্যাপ KMC র

বেআইনি পার্কিং কে কেন্দ্র করে শহরের বুকে তৈরী হচ্ছে নিত্য নৈমিত্তিক চাঞ্চল্য। এবার সেই ঘটনা নিয়ন্ত্রন করতে KMC আনতে চলেছে নয়া অ্যাপ। অবৈধ পার্কিংয়ের জেরে বাড়ছে দুর্ঘটনাও, এবার এই সমস্যার মুশকিল আসান করতে KMC নতুন সফটওয়্যার ব্যবহার করে একটি নতুন অ্যাপ তৈরী করতে চলেছে।

অ্যাপটির কার্যকারিতা
এই নতুন অ্যাপটি ব্যবহার করে KMC শহরের বিভিন্ন স্থানে বেআইনি পার্কিং চিহ্নিত করতে পারবে এবং সঙ্গে সঙ্গে তা রিপোর্টও করতে পারবে। এই অ্যাপটির মাধ্যমে শহরের বাসিন্দারা যদি কোথাও বেআইনি পার্কিং দেখতে পান, তারা সহজেই এই অ্যাপে গাড়ির নম্বর প্লেটের ছবি তুলতে পারবেন এবং তা কর্তৃপক্ষকে পাঠাতে পারবেন। ফলে, পুলিশ বা ট্রাফিক বিভাগ দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারবে এবং অবৈধভাবে পার্ক করা গাড়িগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে সক্ষম হবে।

বেআইনি পার্কিং শুধুমাত্র যানজটই সৃষ্টি করছে না, বরং দুর্ঘটনাও বাড়াচ্ছে। শহরের অল্প জায়গায় গাড়ি পার্ক করলে রাস্তা সংকীর্ণ হয়ে যায়, ফলে গাড়ির চালকরা ঝুঁকির মধ্যে পড়েন। অনেক সময় খালি জায়গায় গাড়ি না পেয়ে চালকেরা অতি দ্রুততায় গাড়ি পার্ক করার চেষ্টা করেন, যা দুর্ঘটনা ঘটানোর অন্যতম কারণ। এসব সমস্যার সমাধান করার জন্য KMC এই নতুন অ্যাপটি চালু করতে চলেছে, যা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়ক হবে।

Advertisements

এই নতুন অ্যাপটি শুধুমাত্র বেআইনি পার্কিং রোধে সহায়ক হবে না, বরং এটি শহরের ট্রাফিক ব্যবস্থাও আরও উন্নত করবে। শহরের বাসিন্দারা যেমন নিজের এলাকায় বেড়ানোর সময় সহজেই বেআইনি পার্কিং চিহ্নিত করতে পারবেন, তেমনি ট্রাফিক পুলিশ বা অন্যান্য কর্তৃপক্ষও সহজেই ওই এলাকাটি মনিটর করতে পারবেন। এর ফলে, শহরের একাধিক স্থান দ্রুত সুরক্ষিত এবং শৃঙ্খলিত হবে।

KMC কর্তৃপক্ষ জানায় যে, এই অ্যাপটি শুধুমাত্র প্রথম পর্যায়ের উদ্যোগ। ভবিষ্যতে তারা আরো উন্নত প্রযুক্তি ও কার্যকারিতা নিয়ে অ্যাপটির পরবর্তী সংস্করণ চালু করবে। সিটি পুলিশের সঙ্গে সমন্বয় করে, এই অ্যাপটি শহরের বিভিন্ন জায়গায় দ্রুত বাস্তবায়ন করা হবে, যাতে শহরবাসী আরও বেশি সুবিধা পেতে পারেন।