কসবাকাণ্ডে বিস্ফোরক জাতীয় মহিলা কমিশন, পুলিশ জানে না নির্যাতিতা কোথায়!

কলকাতা: দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্রমেই বাড়ছে বিতর্ক। শুক্রবার গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অভিযুক্ত…

কলকাতা: দক্ষিণ কলকাতার কসবায় আইন কলেজে ছাত্রী ধর্ষণের ঘটনায় ক্রমেই বাড়ছে বিতর্ক। শুক্রবার গণধর্ষণের অভিযোগ সামনে আসার পর রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তীব্র চাপানউতোর। অভিযুক্ত শাসকদলের এক ছাত্রনেতা, যিনি কলেজের একজন অস্থায়ী কর্মীও। এবার সেই ঘটনায় বিস্ফোরক অভিযোগ তুলল জাতীয় মহিলা কমিশন (NCW)।

ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ NCW সদস্য
রবিবার সকালে ‘সাউথ ক্যালকাটা ল কলেজে’ ঘটনাস্থল পরিদর্শনে যান জাতীয় মহিলা কমিশনের (NCW)  সদস্য অর্চনা মজুমদার। তবে শুরুতেই বাধার মুখে পড়তে হয় তাঁকে। প্রথমে তাঁকে কলেজের ভিতরে ঢুকতে দেওয়া হয়নি। পরে প্রবেশের অনুমতি মিললেও ছবি বা ভিডিও তুলতে দেওয়া হয়নি।

   

নির্যাতিতা কোথায়? জানে না পুলিশ!
পরিকল্পনা ছিল ঘটনাস্থল পরিদর্শনের পর নির্যাতিতার সঙ্গে সরাসরি কথা বলবেন NCW প্রতিনিধি দল।
কিন্তু, বড় চমক! পুলিশ জানাল, নির্যাতিতা কোথায়, তা তাদেরই জানা নেই! অর্চনা মজুমদার বলেন, “পুলিশ জানিয়েছে নির্যাতিতার বাড়িতে তালা। কোথায় আছেন নির্যাতিতা, সেটা পুলিশ জানে না। এটা শুনে হতবাক হয়েছি।”

পুলিশের বিরুদ্ধে গোপন করার অভিযোগ
NCW সদস্যের দাবি, “এটা পরিষ্কার যে পুলিশ ইচ্ছাকৃতভাবে ভিকটিমকে কোথাও সরিয়ে দিয়েছে। তাঁকে লুকিয়ে রাখা হচ্ছে যাতে সাধারণ মানুষের সামনে তাঁর বক্তব্য না আসে।”

তিনি আরও বলেন, “মহিলা কমিশন ভিকটিমকে সাহায্য করতে চায়। অথচ আমাদের যেন শাটল ককের মতো এদিক ওদিক ঘোরানো হচ্ছে। প্রশাসন আমাদের সহযোগিতা করছে না। এটা নারীদের নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত উদ্বেগজনক।”

Advertisements

রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে
রাজনৈতিক মহল বলছে, এই ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে NCW। তদন্তে স্বচ্ছতা নিয়েও উঠেছে সংশয়। পুলিশ প্রশাসনের গাফিলতি নিয়েই রীতিমতো ক্ষুব্ধ মহিলা কমিশন।

তদন্তে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন
কমিশনের সদস্যের মতে, “একদিকে মহিলা কমিশন তদন্তে সাহায্য করতে চাইছে, অন্যদিকে পুলিশ তথ্য গোপন করছে। নির্যাতিতার নিরাপত্তা কোথায়? তদন্ত কতটা স্বচ্ছ হবে?”

সব মিলিয়ে কসবাকাণ্ডে নতুন করে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে বিশাল বিতর্ক তৈরি হয়েছে। জাতীয় মহিলা কমিশন আগামী দিনে এ নিয়ে বিশদ রিপোর্ট তৈরি করে কেন্দ্রীয় সরকারকে জানাতে পারে, এমনই অনুমান প্রশাসনিক মহলের। পাশাপাশি রাজ্য প্রশাসনের প্রতি কড়া বার্তা দিয়েছে NCW।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News