শহরে শুরু ঝড়ের তাণ্ডব, দিল্লিতে জরুরী বৈঠকে বসলেন মোদী

ক্রমশ এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। শহরে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে বৃষ্টি। হাওয়া অফিসের সূত্রে…

PM Narendra Modi

ক্রমশ এগিয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় রেমাল। শহরে বেশ কিছু জায়গায় ঝোড়ো হাওয়ার দাপট লক্ষ্য করা গিয়েছে। সেই সঙ্গে তাল মিলিয়ে চলছে বৃষ্টি। হাওয়া অফিসের সূত্রে জানা গিয়েছে এই মুহূর্তে ঘূর্ণি ঝড়ের অবস্থান সাগর দ্বীপ দূরত্ব ১৬০ কিলোমিটার এবং ক্যানিং থেকে ১৯০ কিলোমিটার। এই ঘূর্ণিঝড়ের গতিপ্রকৃতির উপর তীক্ষ্ম নজর রাখছে দিল্লি। জানা গিয়েছে দিল্লিতে এই ঝড়ের গতিপ্রকৃতি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে আলোচনায় বসেছেন নরেন্দ্র মোদী। 

কলকাতায় ঝোড়ো হাওয়ার দাপটে এখন থেকেই গাছের ডালপালা ভেঙে রাস্তায় পড়তে শুরু করেছে। এখনও পর্যন্ত শহর কলকাতায় ১৪টি গাছ ভেঙে পড়ার খবর মিলেছে। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলগুলিতে প্রয়োজনীয় সবরকম প্রস্তুতি নিয়ে রেখেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর টিম। নৌসেনার তরফেও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে ঘূর্ণিঝড় রেমালের উপর। পাশাপাশি পূর্ব রেলের তরফেও বি আর সিং হাসপাতালে একটি বিশেষ মেডিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। স্টেশন ও স্টেশন সংলগ্ন অঞ্চলে কোথাও ঝড়-বৃষ্টির সময় কেউ আহত হলে, তাঁদের চিকিৎসার জন্য এই বিশেষ বন্দোবস্ত করে রাখছে পূর্ব রেল।

   

হাওয়া অফিসের শেষ পূর্বাভাস বলছে, উত্তর বঙ্গোপসাগরের উপর দিয়ে উত্তর দিকে এগোচ্ছে রেমাল। রেমাল এখন পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে রয়েছে। ক্যানিংয়ের ১৪০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বে রয়েছে রেমাল। বাংলাদেশের মোংলা থেকে ১৬০ কিলোমিটার দক্ষিণে রয়েছে। বাংলাদেশের খেপুপাড়ার ১৪০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমে রয়েছে। রবিবার রাতে বাংলাদেশের খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপের মাঝখান দিয়ে স্থলভাগে প্রবেশ করে প্রবল ঘূর্ণিঝড় হিসাবে বাংলাদেশের মোংলার দক্ষিণ-পশ্চিমে আছড়ে পড়তে পারে।