Job scam case in West Bengal: অয়ন শীলের নোটপ্যাডে কাদের নাম? বিরাট তথ্য ইডির হাতে

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (job scam case in West Bengal) তদন্তে নেমে অয়ন শীলকে (Ayan Seal) গ্রেফতারের পর ইডির (Enforcement Directorate) দাবি দুর্নীতির খনিতে প্রবেশ করেছে তাঁরা

Ayan Seal, arrested in connection with job scam in West Bengal

নিয়োগ দুর্নীতি কাণ্ডে (job scam case in West Bengal) তদন্তে নেমে অয়ন শীলকে (Ayan Seal) গ্রেফতারের পর ইডির (Enforcement Directorate) দাবি দুর্নীতির খনিতে প্রবেশ করেছে তাঁরা। যে শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি নয়, এর পাশাপাশি পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিশ মিলেছে। কোটি কোটি টাকার দুর্নীতিতে শুধুমাত্র অয়ন নয়, এর সঙ্গে একাধিক ব্যক্তিরা যুক্ত বলেই মনে করা হচ্ছিল। এর মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তিদেরও যোগ রয়েছে। এমনটাই মনে করছে তদন্তকারী সংস্থা।

Advertisements

এরই মধ্যে অয়ন শীলের কাছ থেকে দুটি নোটপ্যাড উদ্ধারের ঘটনায় তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। সূত্রের খবর, ইতিমধ্যেই দুটি নোটপ্যাড উদ্ধার হয়েছে অয়ন শীলের কাছ থেকে৷ সেখানে একাধিক ব্যক্তিদের নাম রয়েছে। সূত্রের খবর, কত টাকা লেনদেন হত? কার কাছ থেকে কত টাকা অয়ন শীল নিয়েছে? এই সমস্ত কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে অয়ন শীলকে।

ইডি সূত্রে খবর, অয়নের ঠিকানা থেকে একাধিক তথ্য উদ্ধার হয়েছে৷ এর থেকে জানা গেছে, ২০২১ সালে একটি সর্বভারতীয় টিভি চ্যানেল শুরু করতে উদ্যোগী হয়েছিলেন অয়ন। তার জন্য কয়েক কোটি টাকা বিনিয়োগ করার পরিকল্পনাও ছিল তাঁর। সেই অঙ্কটা প্রায় ১০০ কোটির কাছাকাছি! এর জন্য বেশ কয়েকজনের সঙ্গে কথা বলেন ওই ব্যক্তি।

Advertisements

ইডি আধিকারিকদের মত, নিয়োগ দুর্নীতির কালো টাকা সাদা করতেই চ্যানেলের পরিকল্পনা করেছিলেন অয়ন। তাঁদের যুক্তি, কালো টাকা সাদা করতে নানা পন্থা অবলম্বন করা থাকে৷ এরকমই চ্যানেল খুলে দুর্নীতির জাল বেছানোর চেষ্টা করেছিলেন অয়ন শীল। সম্প্রতি কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত একটি সিনেমার প্রযোজনার কাজ করেছেন তিনি। যা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে।