এপ্রিলের শুরুতেই জাঁকিয়ে ব্যাটিং শুরু করেছে গ্রীষ্ম। ইতিমধ্যেই কলকাতার তাপমাত্রা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই। আর তার মধ্যে যদি জলসঙ্কট শুরু হয় কিংবা লোডশেডিং তাহলে তো বিষের ওপর বিষফোঁড়া! সেই কথা মাখায় রেখেই গরমের শুরুতেই সতর্কতামূলক ব্যবস্থা নিল নবান্ন৷ রাজ্য প্রশাসনের শীর্ষ স্তর থেকে জেলায় জেলায় নির্দেশ দিয়ে বলা হল, গরমের মধ্যে বিদ্যুৎ এবং জল সরবরাহে যাতে কোনও সমস্যা দেখা না যায়।
বুধবারই নবান্ন থেকে প্রতিটি জেলাশাসকের কাছে নির্দেশিকা পৌঁছেছে। জেলাশাসকদের বিদ্যুৎ দফতরের আধিকারিক এবং জনস্বাস্থ্য কারিগরি দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে বলা হয়েছে৷ রাজ্য সরকারের তরফ থেকে সব রকম উপায়ে সতর্ক থাকতে বলা হয়েছে।
আবহাওয়া দফতর তরফে ইতিমধ্যেই জানানো হয়েছে চলতি সপ্তাহে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। বিশেষত, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলির কথা মাথায় রেখে জল সঙ্কটের পরিস্থিতি এড়াতে বিশেষ জোর দিয়েছে নবান্ন৷
লোকসভা ভোটের সম্মুখে এই গরমে এমনিতেই নাজেহাল রাজ্যবাসী। তার মধ্যে যাতে লোডশেডিং এবং জলসঙ্কটে নতুন করে হয়রানির শিকার না হতে হয় তার জন্য আগেভাগেই সতর্ক রাজ্য প্রশাসন।