রাজ্যজুড়ে বনধ ঠেকাতে নবান্নের বিশেষ নির্দেশ

শুক্রবার বন্ধের কোনও প্রভাব পড়বে না রাজ্যে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য (Nabanna) । শুধু তাই নয়, রাজ্য পরিবহণ তরফে জানানো হয়েছে বাকিদিনগুলোর মতোই রাজ্যে সব…

preventing-panchayat-corruption-west-bengal-introduces-new-transfer-policy

short-samachar

শুক্রবার বন্ধের কোনও প্রভাব পড়বে না রাজ্যে। বিজ্ঞপ্তি দিয়ে জানাল রাজ্য (Nabanna) । শুধু তাই নয়, রাজ্য পরিবহণ তরফে জানানো হয়েছে বাকিদিনগুলোর মতোই রাজ্যে সব পরিবহণ স্বাভাবিক থাকবে। এছাড়াও আগামী ১৬ই অগস্ট সমস্ত সরকারি কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

   

‘রাত-দখলের’ স্বাধীনতার রাতে আর জি করে অবাধ ‘গুন্ডামি’র তাণ্ডব!

প্রসঙ্গত ঘাসফুলের সরকার বাংলায় আসার পরেই বাংলা থেকে বনধ শব্দটা প্রায় ভ্যানিশ হয়ে গিয়েছে। কিন্তু আরজি কর কাণ্ডের ফলে বহুদিন বাদে সেই শব্দ আবার রাজ্যবাসী শুনতে পেয়েছে। তবে আবার একবার সেই বনধ মোকাবিলায় প্রস্তুত রাজ্য সরকার। এসইউসির ডাকা ১২ ঘণ্টার বাংলা বন্‌ধ এবং বিজেপির দু’ঘণ্টার ‘কর্মবিরতির আবেদন’ মোকাবিলায় সক্রিয় হল রাজ্য সরকার। শুক্রবার (১৬ অগস্ট) দুই বিরোধী দলের ওই কর্মসূচিতে রাজ্যের জনজীবন স্বাভাবিক থাকবে বলে জানিয়েছে নবান্ন। বৃহস্পতিবার প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘শুক্রবার ১২ ঘণ্টার বাংলা বন্‌ধের কোনও প্রভাব পড়বে না।’

‘নিদোর্ষের যেন শাস্তি না হয়’, ধনঞ্জয়ের ফাঁসির কথা তুলে বড় কথা মমতার

রাজ্যের মুখ্যসচিবের ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,’পরিবহণ পরিষেবা অন্য দিনগুলির মতোই শুক্রবারও স্বাভাবিক থাকবে।’ বিভিন্ন পরিবহণ নিগমগুলির ডিরেক্টর এবং সংগঠনগুলিকে যান চলাচল মসৃণ রাখতে কন্ট্রোল রুম খোলার নির্দেশ দেওয়া হয়েছে জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘১৬ অগস্টের জন্য কর্মীদের সমস্ত অনুমোদিত ছুটি বাতিল করা হয়েছে।’ নবান্ন সূত্রে আরও খবর, যান চলাচল যাতে কোনও ভাবেই ব্যাহত না নয়, স্টেট ট্রান্সপোর্ট অথরিটি (এসটিএ)-র সচিবকে তা নিশ্চিত করতে সমস্ত বেসরকারি পরিবহণ অপারেটর এবং সমিতিগুলির সঙ্গে সমন্বয় করতে বলা হয়েছে। সমস্ত অপারেটরকে পরিবহণ বিভাগের নির্দেশ যথাযথ ভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।