বর্ষায় জলযন্ত্রণা দূর করতে একগুচ্ছ নির্দেশিকা দিল নবান্ন

কলকাতা যেন ‘মিনি ভেনিস’, বর্ষা আসলেই পোয়াতে হয় বিরাট ঝক্কি। জলযন্ত্রণা রাজ্যে নতুন কিছু নয়। ভারী বর্ষা আসলেই কলকাতা তথা গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু…

West bengal Government has issued guidelines to keep the state functioning after bjp call Bengal bandh on Wednesday, বিজেপির ডাকা বুধবারের বনধ রুখতে মরিয়া নবান্ন, জারি গুচ্ছ নির্দেশিকা

কলকাতা যেন ‘মিনি ভেনিস’, বর্ষা আসলেই পোয়াতে হয় বিরাট ঝক্কি। জলযন্ত্রণা রাজ্যে নতুন কিছু নয়। ভারী বর্ষা আসলেই কলকাতা তথা গোটা রাজ্যের বিভিন্ন জায়গায় শুরু হয় জলযন্ত্রণা। সেই জলযন্ত্রণার ছবি এইবার যাতে না ভোগায় শহরবাসীকে, সেই বিষয়ে আগেভাগে সতর্ক থাকতে চাইছে প্রশাসন (Nabanna)। রবিবার পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ নবান্নের বিভিন্ন জেলার জেলাশাসকদের। জল জমলে সঙ্গে সঙ্গে তা বের করার জন্য পাম্পের ব্যবহার করতে হবে বলে জানিয়েছে নবান্ন।

কেন্দ্রীয় আইনে না! বিধানসভায় ধ্বনি ভোটে পাশ ন্যায় সংহিতা বিরোধী প্রস্তাব

   

নবান্ন সূত্রে জানানো হয়েছে, নদীগুলিতে বিভিন্ন ব্যারেজ থেকে কত জল ছাড়ছে, তার প্রতিনিয়ত রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরাতে হবে। এলাকায় এলাকায় গিয়ে সরেজমিনে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। একবার বৃষ্টিতে জল দাঁড়িয়ে গেলে সেটি সঙ্গে সঙ্গে যাতে পাম্প করে বের করে দেওয়া হয়, এ নিয়ে যত্নবান হতে হবে, এমনই নির্দেশ। সব মিলিয়ে জেলায় জেলায় জলযন্ত্রণা এড়াতে কড়া নির্দেশ দিল নবান্ন কলকাতা পুরসভার কমিশনারকে।

বহিরাগতদের জাল ডোমিসাইল দুর্নীতির বিরুদ্ধে মিছিল করে প্রশাসনের দ্বারস্থ বাংলা পক্ষ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ঘূর্ণাবর্ত সরে ঝাড়খণ্ডের দিকে যাচ্ছে। মৌসুমী অক্ষরেখা সক্রিয়, বাংলার উপর দিয়ে বিস্তৃত। বাঁকুড়া থেকে কলকাতার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় আজ, শুক্রবার দিনভর মেঘলা আকাশ এবং বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পশ্চিমের তিন-চার জেলায় ভারী বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই মেঘলা আকাশ; হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে