ফের কল্পতরু মমতা! খেলা হবে দিবসে অনুদানের ‘খেলা’

কিছুদিন আগেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে ঢালাও অনুদান দিয়েছে রাজ্য। এইবার আবারও খেলা হবে দিবস (Nabanna) উপলক্ষ্যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে বলে জানাল নবান্ন। ‘খেলা হবে…

mamata banerjee

কিছুদিন আগেই দুর্গাপুজোর জন্য ক্লাবগুলোকে ঢালাও অনুদান দিয়েছে রাজ্য। এইবার আবারও খেলা হবে দিবস (Nabanna) উপলক্ষ্যে ক্লাবগুলোকে টাকা দেওয়া হবে বলে জানাল নবান্ন। ‘খেলা হবে দিবস’ পালনের জন্য রাজ্যে ১৫ হাজার টাকা করে দেবে ক্রীড়া দফতর। তবে এই টাকা কাদের দেওয়া হবে তাও নির্দিষ্ট করে দিয়েছে ক্রীড়া দফতর। ক্রীড়া দফতরের পক্ষ থেকে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে যে সমস্ত ক্লাব ইতিমধ্যেই অনুমোদন পেয়েছে বা পাবে, খেলা দিবস পালনের জন্য সেই সমস্ত ক্লাবগুলিকে দেওয়া হবে ১৫ হাজার টাকা।

রেলের বিরাট ধামকা! ছুটির মরশুমে এখন উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ

   

প্রসঙ্গত আগামী ১৬ই আগস্ট খেলা হবে দিবস। নবান্ন সূত্রে খবর, ওই দিনটি পালনের জন্য জেলাশাসকদের চিঠি দিয়ে ছাত্র-যুব সহ আম জনতাকে খেলাধুলার এই কর্মসূচিতে যুক্ত করতে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যান সচিব। তিনি এ জন্য প্রতিটি জেলায় একজন অতিরিক্ত জেলাশাসক ও জেলা ইউথ অফিসার এবং সংশ্লিষ্ট আধিকারিকদের কমিটি গড়ে ‘খেলা হবে দিবস’ পালনের পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

শালবনী ইস্পাত কারখানা নিয়ে জারি জট জটিলতা, আদালতের কাঠগড়ায় সৌরভ গাঙ্গুলি?

নবান্ন সূত্রে আরও জানা গিয়েছে, সব ক্লাবই ওই দিন ফুটবল সহ সব ধরনের খেলার আয়োজন করতে পারবে। প্রতিটি জায়গায় খেলা হবে দিবস পালনের অনুষ্ঠানে বিধায়ক, জেলা পরিষদ সভাধিপতি পঞ্চায়েত সমিতির সভাপতি,এসডিও, বিডিও, থানার ওসি, স্থানীয় ক্রীড়া সংগঠক-সহ এলাকার বিশিষ্টজনদের আমন্ত্রণ জানাতে হবে। ক্রীড়া দফতর জানিয়েছে, রাজ্যের ৩৪৫টি ব্লক, ১১৯টি পুরসভা, ৬ টি কর্পোরেশনেই এই কর্মসূচি রূপায়ণ করা হবে। কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডেই পালিত হবে এই সরকারি কর্মসূচি।