সাংসদ হয়েই জমি দখলেই অভিযোগ এই তৃণমূল নেতার বিরুদ্ধে

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানের(Yusuf Pathan) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। ক্রিকেট মাঠের এই তারকা রাজনীতির ময়দানে পা রেখেই ছক্কা হাঁকিয়েছেন। বহরমপুর কেন্দ্র…

tmc-despite-losing-the-lok-sabha-vote-the-strong-fight-could-make-this-trinamool-mla-a-minister

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠানের(Yusuf Pathan) বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠল। ক্রিকেট মাঠের এই তারকা রাজনীতির ময়দানে পা রেখেই ছক্কা হাঁকিয়েছেন। বহরমপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিটে জিতেছেন। হারিয়েছেন রবিনহুড অধীররঞ্জন চৌধুরীকে। শোনা গিয়েছে দলীয় বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে জায়েন্ট কিলার বলে সম্বোধন করেছেন। আর সেই জায়ান্ট কিলারের নামেই উঠল জমি দখলের অভিযোগ।

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের সূত্র ধরে জানা গিয়েছে, বিজেপি শাসিত গুজরাটের ভাদোদরা পুরসভার তরফে তৃণমূল সাংসদকে জমি দখলের অভিযোগে নোটিস দেওয়া হয়েছে। আরও জানা গিয়েছে, গত ৬ জুন এই নোটিস পাঠানো হয় পাঠানকে। ভাদোদরায় পুরসভার একটি জমি দখলের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। সম্প্রতিই প্রাক্তন বিজেপি কর্পোরেটর বিজয় পওয়ার বিষয়টি সামনে আনতেই বৃহস্পতিবার ভাদোদরা মিউনিসিপ্যাল কর্পোরেশন (ভিএমসি)-র স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শীতল মিস্ত্রি নোটিস পাঠানোর বিষয়টি স্বীকার করে নেন।

   

২০১২ সালে ভাদোদরার তানাদালজা এলাকার একটি জমি কেনেন ইউসুফ পাঠান। তার লাগোয়া যে জমিটি, সেটিও কিনে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু জমিটি পুরসভার ভাদোদরা পুরসভার তরফে ইউসুফ পাঠানের এই জমি কেনার প্রস্তাব খারিজ করে দেওয়া হয়। তারপরেই ঘটে বিপত্তি। এরপরই জোরপূর্বক জমি দখল করে নেন পাঠান। পুরসভার ওই জমিতে পাঁচিলও তুলে দিয়েছেন তিনি। পুরসভার তরফেও জানানো হয়েছে, জমি জবরদখলের জন্য ইউসুফ পাঠানকে নোটিস পাঠানো হয়েছে। চেয়ারম্যান জানিয়েছেন, পাঠানকে ওই জমিতে থাকা পাঁচিল ভেঙে ফেলতে বলা হয়েছে। অনেকে মনে করছেন তৃণমূলের টিকিটে জয়ী হওয়ার জন্যই কি তড়িঘড়ি এই নোটিশ।