মানসিক জয়ই জীবনের সব থেকে বড় সফলতার কারন। তারই উদাহরণ বেলঘড়িয়ার উদয় কুমার। এই যুবক আর পাঁচ জন যুবকের মত নয়, তার এক পা-ই তাকে নিয়ে গেছে পর্বতের উচ্চ শিখরে।
যুবক পর্বত আহড়ণেড় সময় তিনি ব্যাবহার করেন তার কৃত্রিম পা। অনেক কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে তাকে এই দুর্গমপথ অতিক্রম করতে হয়। এখানেই থেমে থাকেননি যুবক সেই পর্বত শিখরে পৌঁছেই পর্বতের শিখরে উত্তলন করেন ৭৮০ বর্গফুটের জাতীয় পতাকা।
এই বিশালাকার পতাকা উত্তলন করা মাত্রই ঐতিহাসিক নজীর গড়লেন তিনি। সাথে নতুন করে বিশ্ব রেকর্ডও তৈরি করেছেন প্রতিবন্ধী যুবক উদয় কুমার। তার এই জয়ে খুশি তার পরিবার সহ বেলঘরিয়াবাসী।