তিলোত্তমার গর্বে নতুন পালক, যুগান্তকারী সাফল্য কলকাতা মেট্রোর

গণপরিহণে শহরের লাইফ লাইন হয়ে ওঠা কলকাতা মেট্রো আরও এক মাইলফলক স্পর্শ করল। জনপ্রিয়তার শিখরে ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’। এখনও পর্যন্ত ৫ লক্ষ ১৮ হাজারেরও…

Kolkata Metro will run additional trains for womens night occupation campaign over protest of rg kar incident, মেয়েদের রাত দখল অভিয়ানে বাড়তি ট্রেন চালাবে কলকাতা মেট্রো

গণপরিহণে শহরের লাইফ লাইন হয়ে ওঠা কলকাতা মেট্রো আরও এক মাইলফলক স্পর্শ করল। জনপ্রিয়তার শিখরে ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’। এখনও পর্যন্ত ৫ লক্ষ ১৮ হাজারেরও বেশি Android ব্যবহারকারী এবং ৮ হাজার ২০০ iOS ব্যবহারকারী এই অ্যাপটি ডাউনলোড করে নজির গড়েছেন।

সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS) নির্মিত এই অ্যাপটি শুরু থেকেই মেট্রো ব্যবহারকারীদের কাছে জনপ্রিয়। এই অ্যাপের মাধ্যমে মেট্রো যাত্রীরার তাঁদের স্মার্ট কার্ড রিচার্জ বা QR কোড ভিত্তিক টিকিট যেকোনও সময় যে কোনও স্থান থেকে বুক করতে করতে পারেন। যাত্রী সুবিধায়, ‘মেট্রো রাইড কলকাতা’ অ্যাপটি গত ৫ মার্চ অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মে এবং গত ২২ মার্চ iOS প্ল্যাটফর্মে চালু করা হয়।

   

গঙ্গার নীচ দিয়ে মেট্রো সফর এবার আরও আনন্দের! যুগান্তকারী পদক্ষেপ মেট্রো কর্তৃপক্ষের

গত ৩০ জুন পর্যন্ত ৫ লক্ষ ১৮ হাজারের বেশি Android ব্যবহারকারী Google Play Store থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন এবং ৮ হাজার ২০০-র বেশি iOS ব্যবহারকারী অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করেছেন। এই পরিসংখ্যানই স্পষ্ট যে, মেট্রো ব্যবহারকারীদের মধ্যে ‘মেট্রো রাইড কলকাতা অ্যাপ’টির বিপুল গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা।

এই অ্যাপ পরিষেবা সম্পর্কে যাত্রীদের আরও সচেতন করতে উদ্যোগ নিয়েচে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। উত্তর-দক্ষিণ এবং পূর্ব-পশ্চিম মেট্রো স্টেশনগুলির প্ল্যাটফর্ম টেলিভিশনগুলিতে এই অ্যাপটি কীভাবে ডাউনলোড এবং ব্যবহার করতে হবে সেই সম্পর্কে বিশেষ প্রচারমূলক চলচ্চিত্রগুলি দেখানো হচ্ছে। মেট্রো কর্মীরা যাত্রীদের গুগল প্লে-স্টোর এবং অ্যাপল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে এবং বিভিন্ন স্টেশনে এটি ব্যবহার করার পদ্ধতি দেখাতেও সহায়তা করছেন।