আর মাত্র কয়েকটা দিন, ব্যস তারপরেই দক্ষিণবঙ্গেও দীর্ঘ প্রতীক্ষিত বর্ষার আগমন ঘটে যাবে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বাংলায় বর্ষা ঢোকার জন্য পরিস্থিতি একদম অনুকূল। সবকিছু ঠিকঠাক থাকলেও চলতি সপ্তাহের শেষেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর আগমন ঘটে যাবে। কিন্তু তার আগে আজ মঙ্গলবার বাংলার আবহাওয়া কেমন থাকবে জানেন? না জানা থাকলে জেনে নিন।
আজ উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে মুহুর্মুহু বজ্রপাত এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আজ দক্ষিণবঙ্গের বহু জেলায় তাপপ্রবাহ সেইসঙ্গে আদ্র-উষ্ণ আবহাওয়ার সম্ভাবনাও রয়েছে। বাদ যাবে না কলকাতাও। বিগত কিছুদিন ধরেই প্রবল জ্বালাপোড়া গরমে পুড়ছে কলকাতা সহ সমগ্র বাংলা তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। জারি কমলা সতর্কতা। এর পাশাপাশি উষ্ণ এবং আদ্র আবহাওয়া বিরাজ করবে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বীরভূম, পূর্ব বর্ধমান এবং হুগলী জেলায়। বাকি জেলাগুলিতে ঝড়-বৃষ্টি সেইসঙ্গে অস্বস্তিকর আবহাওয়া থাকবে বলে বুলেটিন জারি করে জানিয়েছে হাওয়া অফিস।
অন্যদিকে উত্তরবঙ্গের কথা বললে, আজ প্রবল ঝড়-বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। এই জেলাগুলিতে আজ ও আগামী কয়েকদিন ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলা যেমন দার্জিলিং এবং কালিম্পং-এ হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অনেকেই প্রশ্ন তুলেছেন যে মৌসুমী বায়ুর অগ্রগতি কতটা হল? এই বিষয়ে জানা যাচ্ছে, গত ১০ই জুন সোমবার দক্ষিণ- পশ্চিম মৌসুমি বায়ু কিছুটা অগ্রসর লাভ করে প্রায় সমগ্র কোঙ্কন উপকূল ও মহারাষ্ট্রের আরো কিছুটা অংশ অগ্রসর হয়েছে। আগামী দুই থেকে তিন দিনে এটি মহারাষ্ট্রের আরো কিছু অংশ এবং দক্ষিণ গুজরাটের কিছু অংশে অগ্রসর হতে পারে। এছাড়া কলকাতায় বর্ষা আসতে পারে সপ্তাহ শেষে।
Special Bulletin- 01; Dt. 10.6.2024 pic.twitter.com/9lrFEysWFb
— IMD Kolkata (@ImdKolkata) June 10, 2024