বাংলায় বর্ষার (Monsoon) প্রবেশ নিয়ে বিরাট সুখবর শোনালো ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দফতরের কর্মকর্তারা আজ শুক্রবার জানিয়েছেন যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আগামী দুই থেকে তিন দিনের মধ্যে উপ-হিমালয় পশ্চিমবঙ্গে পা রাখবে। এছাড়া কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে ৬ জুনের আগে বর্ষা ঢোকার কোনও সম্ভাবনা নেই।
অন্যদিকে মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু কেরালার দিকে ঢুকে পড়েছে এবং গোটা নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মেঘালয় ও আসামের বেশিরভাগ অংশে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ অংশে প্রবেশ করেছে। সময়ের আগেই এই রাজ্যগুলিতে বর্ষার প্রবেশ ঘটেছে। আধিকারিকদের মতে, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু হিমালয়ের উপ-হিমালয় পশ্চিমবঙ্গ এবং সিকিমের কিছু অংশে আরও অগ্রসর হওয়ার জন্য পরিস্থিতি অনুকূল রয়েছে। অর্থাৎ বাংলার বাকি অংশে বর্ষার প্রবেশ নিয়ে কোনওরকম বাধা নেই।
আবহাওয়া অফিস আগামী দু’দিন কমলা সতর্কতা এবং ১ জুন থেকে তিন দিনের জন্য হলুদ সতর্কতা জারি করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। আগামী পাঁচদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হল দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি। এছাড়া ভোটমুখী কলকাতা ও সংলগ্ন এলাকাগুলিতে আজ থেকে শুরু করে ৩ জুন পর্যন্ত বৃষ্টিপাত হবে।
আবহাওয়া অফিস জানিয়েছে, একটি ঘূর্ণাবর্ত থেকে উত্তর-পশ্চিম উত্তর প্রদেশের উপর দিয়ে দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশ, দক্ষিণ বিহার এবং উপ-হিমালয় পশ্চিমবঙ্গ ও সিকিম হয়ে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই প্রভাবে ১ জুন থেকে ৩ জুন পর্যন্ত কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Advance of Southwest Monsoon:
The Southwest Monsoon has advanced into remaining parts of northeast Bay of Bengal and some parts of northwest Bay of Bengal, remaining parts of Tripura, Meghalaya and Assam and most parts of Sub-Himalayan West Bengal & Sikkim. pic.twitter.com/xX5pVmOWhT
— India Meteorological Department (@Indiametdept) May 31, 2024