নাগরিক সম্মেলনে ভাগবতের আসা ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্য জুড়ে ভোটযুদ্ধের আগেই এবার নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)।…

Mohan Bhagwat Focuses on Bengal Before 2026 Assembly Elections

আগামী বছরের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে। রাজ্য জুড়ে ভোটযুদ্ধের আগেই এবার নতুনভাবে সক্রিয় হয়ে উঠছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)। সঙ্ঘ পরিবার সূত্রে জানা গিয়েছে, বাংলাকেই এবার পাখির চোখ করেছে আরএসএস। রাজনৈতিক এবং সামাজিক দুই ক্ষেত্রেই প্রভাব বিস্তার করতে চাইছে তারা। সেই লক্ষ্যেই ডিসেম্বর মাসে কলকাতায় অনুষ্ঠিত হবে এক বিশেষ নাগরিক সম্মেলন, যেখানে উপস্থিত থাকবেন সঙ্ঘপ্রধান মোহন ভাগবত (Mohan bhagwat) ।

Advertisements

সঙ্ঘ পরিবার সূত্রের খবর, ২১ ডিসেম্বর কলকাতার বুকে এই নাগরিক সম্মেলনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্যজুড়ে জোরকদমে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। শুধু আরএসএস কর্মী-সমর্থকরা নন, বিভিন্ন সামাজিক সংগঠন ও সাধারণ নাগরিকদেরও এই সম্মেলনে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। সঙ্ঘের (Mohan bhagwat) দাবি, বাংলার সমাজজীবনে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে এই আয়োজন করা হচ্ছে।

   

তবে রাজনৈতিক মহল বলছে, এর নেপথ্যে রয়েছে সরাসরি ভোটের কৌশল। বিধানসভা নির্বাচনের আগে এই নাগরিক সম্মেলনের মাধ্যমে আরএসএস তাদের ভিত্তি আরও মজবুত করতে চাইছে। বিশেষ করে রাজ্যের গ্রামাঞ্চল থেকে শহর পর্যন্ত বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলতে সঙ্ঘ পরিবার নতুন পরিকল্পনা নিয়েছে।

রবিবার, মহালয়া থেকেই শুরু হবে এই বিশেষ জনসংযোগ অভিযান। এই অভিযানের মাধ্যমে প্রতিটি জেলার কমপক্ষে ৫০০০ বাড়িতে পৌঁছনোর লক্ষ্য নেওয়া হয়েছে। অর্থাৎ শুধু কলকাতা বা বড় শহরেই নয়, প্রত্যন্ত গ্রামেও সঙ্ঘের বার্তা নিয়ে যাবেন স্বেচ্ছাসেবকরা।