একদল সশস্ত্র জঙ্গির অনুপ্রবেশের চেষ্টার পরেই উরিতে মোবাইল-ইন্টারনেট বন্ধ

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একদল সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে৷ তারপরে সেখানকার ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা বন্ধ…

Kashmir Indian Army

নিউজ ডেস্ক: জম্মু ও কাশ্মীরের উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর একদল সশস্ত্র জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা করে৷ তারপরে সেখানকার ইন্টারনেট এবং মোবাইল ফোন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার সেনা কর্মকর্তারা এই তথ্য দিয়েছেন। সেনাবাহিনী জানিয়েছে, ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে অনুপ্রবেশ বিরোধী অভিযান চলছে।

জঙ্গিরা ফের বড় ধরনের কোন নাশকতা করতে পারে, এই শঙ্কায় অতিরিক্ত নিরাপত্তা বাহিনীকে ডেকে আনা হয়েছে৷ পাশাপাশি বিশাল এলাকা ঘিরে রাখা হয়েছে। সেনাবাহিনীর জানাচ্ছে, চলতি বছরে এটি দ্বিতীয় বড়সড় অনুপ্রবেশের চেষ্টা।

সেনাবাহিনীর এক কমান্ডার সংবাদমাধ্যমকে বলেছেন, এই বছর সীমান্তে কোন যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি৷ সীমান্তের ওপার থেকে কোন প্রকার উস্কানি দেওয়া হয়নি।

Advertisements

Kashmir Indian Army

১৫ কোরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল ডিপি পান্ডে সংবাদমাধ্যমকে বলেন, ‘এই বছর যুদ্ধবিরতি লঙ্ঘন হয়নি৷’ তিনি বলেন, “অনুপ্রবেশের কিছু প্রচেষ্টা হয়েছে৷ তবে আগের বছরগুলোর মত নয়। খুব কমই কোন সফল প্রচেষ্টা ছিল। আমি যতদুর জানি, এখনও পর্যন্ত অনুপ্রবেশের মাত্র দুটি প্রচেষ্টা সামনে এসেছে৷
তিনি আরও জানান, গত ৪ ঘণ্টা ধরে উরিতে অভিযান চলছে৷ সেনাবাহিনী জানতে পেরেছ অনুপ্রবেশের চেষ্টা হয়েছে। অনুপ্রবেশকারীদের খোঁজা হচ্ছে। তারা কি এই দিকে আছে, নাকি তারা ফিরে যাওয়ার চেষ্টা করেছে তা এখনও স্পষ্ট নয়৷