তৃণমূলে ঢুকে টাকা খেয়ে শিক্ষক নিয়োগ করায় চন্দন, বিস্ফোরক প্রাক্তন বিধায়ক

  প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ‘রঞ্জন’ খুঁজতে তৎপর সিবিআই। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাল্পনিক চরিত্র রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের…

 

প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেই ‘রঞ্জন’ খুঁজতে তৎপর সিবিআই। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের কাল্পনিক চরিত্র রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে সিবিআই। সেই রেশ ধরে বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিধায়ক দুলাল বর।

   

উত্তর ২৪ পরগনার বাগদার প্রাক্তন বিধায়কের দাবি, টাকা খেয়ে চাকরি দিত চন্দন। আরও অভিযোগ, তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ট চন্দন।

বেআইনি নিয়োগে নাম জড়িয়েছে শিক্ষক চন্দন মণ্ডলের। তার সম্পর্কে প্রাক্তন বিধায়ক দুলাল বরের অভিযোগ,৫০ হাজার টাকার বিনিময়ে তৃণমূলে যোগদান করে চন্দন। বিধায়কের আরও দাবি পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ চন্দন। অনেকেই চন্দন মণ্ডলের কাছে টাকা দিয়ে চাকরি পেয়েছে বলে জানিয়েছেন তিনি।

প্রাক্তন বিধায়ক দুলাল বর জানান, আগে ঘুষের অঙ্ক ছিল ৪-৫ লক্ষ টাকা। এখন ১১ লক্ষ টাকা করে দিতে হয়। যে ঘুষ দেয় সেও কিছু বলে না। যে নেয় সেও কিছু বলে না।

দুলাল বরের বক্তব্য এবিষয়ে আরও ভালো করে জানেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস। তিনি সাহায্য করলে একাধিক বিষয় আমনে আসবে।অন্যদিকে, প্রতারণা, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। এবিষয়ে উপেন বিশ্বাসকেও জিজ্ঞাসা করতে চান সিবিআই আধিকারিকরা।