SSC scam: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ‘পলাতক’ মন্ত্রী পরেশকে হাজিরার নির্দেশ

Paresh Chandra Adhikary

অভিনব রাজনৈতিক মুহূর্ত রাজ্যে। মন্ত্রী পলাতক। তাঁকে সিবিআই জেরা করতে চায়। পলাতক মন্ত্রী পরেশ অধিকারীকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই জেরার মুখোমুখি হতে নির্দেশ দিল হাইকোর্ট।

যেখানেই থাকুন বিকেল ৩ টের মধ্যে সিবিআইয়ের কাছে হাজিরা দিতে হবে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে। আদালত অবমাননা নিয়ে এমন নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

   

এদিকে মন্ত্রীমশাই বেপাত্তা। তিনি কোথায় কেউ জানে না। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নীরব। প্রশ্ন উঠছে জেরা থেকে বাঁচতে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী কোন প্রভাবশালী আশ্রয় নিয়েছেন?

এএসসি শিক্ষিকা হিসেবে পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নিয়োগ বেআইনি তার তথ্য প্রমাণ উঠে এসেছে এসএসসি নথি থেকে। মেধা তালিকায় না থেকে শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নেতা ও মন্ত্রী হওয়ার কারণে পরেশ অধিকারীর কন্যার চাকরি হয়েছে এমন অভিযোগের ভিত্তিতে হাইকোর্ট মন্ত্রীকে সিবিআই জেরার মুখোমুখি হতে নির্দেশ দিয়েছিল মঙ্গলবার।

নির্দেশে বলা হয়েছিল মঙ্গলবার রাত ৮টার মধ্যে নিজাম প্যালেসে হাজিরা দিতে। কিন্তু পরেশ অধিকারী কলকাতায় ছিলেন না। তিনি নির্দেশ পাওয়ার পর কোচবিহারের মেখলিগঞ্জ থেকে কন্যা অঙ্কিতাকে নিয়ে সে রাতে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেস ধরেন।

ঘটনার মোড় নেয় বুধবার সকাল থেকে। পদাতিক এক্সপ্রেস শিয়ালদহ পৌঁছলেও তাতে মন্ত্রী ছিলেন না। পরে জানা যায় বুধবার ভোরে পদাতিক বর্ধমানে আসতেই পরেশ অধিকারী বর্ধমান জংশনে কন্যা ও দেহরক্ষী সহ নেমে পড়েন। তারপর থেকে তিনি পলাতক।

শোনা যাচ্ছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী বর্ধমান জংশন স্টেশন থেকে একটি বিশেষ গাড়িতে শক্তিগড় যান। কিছু খেয়ে তিনি বর্ধমানে গোপনীয়তার সাথে সার্কিট হাউসে কাটান। পরে তিনি কলকাতার দিকে যান। কিন্তু পরেশ অধিকারীর কোনও খবর নেই প্রশাসনের কাছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন