হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা৷ এরপরই বাঙালি দুর্গাপুজোর আনন্দে মেতে উঠবেন৷ ৷ তবে আমজনতা এখন পুজোর শপিং নিয়ে বেজায় ব্যস্ত৷ কারণ পুজোর আগে আর মাত্র একটা সপ্তাহই হাতে রয়েছে প্রায় সকলের৷ তাই কেনাকাটায় যেন কোনও খামতি যেন না থাকে৷ তাই দেরি না করে পুজোর শপিং-এ মেতে উঠেছে সকলেই৷ সেই সঙ্গে রাতভর আট থেকে আশি প্যান্ডেল হপিং শুরু করে দেবেন৷ তবে শুধু তো ঠাকুর দেখলেই চলবে না, তার সঙ্গে চাই যাতায়াত পরিষেবাও৷
প্রসঙ্গত, আমজনতার কথা মাথায় রেখে প্রতিবছরের মতো এই বছরও পুজোর চারদিন মধ্যরাত পর্যন্ত চলবে একগুচ্ছ মেট্রো (Kolkata Metro on Durga Puja)। সময়সূচিতেও রয়েছে বেশ কিছু বদল। তবে এখানেই শেষ নয়, পুজোর আগের সপ্তাহ থেকেই অতিরিক্ত মেট্রোও (Kolkata Metro on Durga Puja) চলে একাধিক রুটে। এবারও দেখা যাচ্ছে একই ছবি। কিন্তু চতুর্থী থেকে একাদশী পর্যন্ত সূচিটা ঠিক কেমন থাকছে?
৭ অক্টোবর চতুর্থীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মোট ২৮৮টি রেক চলবে। সকাল ৬:৫০ মিনিটে চলবে প্রথম মেট্রো। শেষ মেট্রো চলবে রাত ১০:৪০ মিনিটে।
চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী
চতুর্থীদির দিন এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুট মোট ১১৮টি রেক (Kolkata Metro on Durga Puja) চলবে। সকাল ৭টা থেকে রাত পৌনে দশটা পর্যন্ত ১২ থেকে ১৫ মিনিটের গ্যাপে চলবে মেট্রো। জোকা থেকে হাওড়া মাঝের হাট রুট মোট ১৮টি রেক চলবে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর ৩টে ৩৫ মিনিট পর্যন্ত ৫০ মিনিট অন্তর চলবে মেট্রো।
সপ্তমী, অষ্টমী, নবমী
১০ অক্টোবর সপ্তমীর দিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক (Kolkata Metro on Durga Puja) চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় মেনেই চলবে মেট্রো। সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ রুটে মোট ৬৪টি রেক চলবে। দুপুর ১টা থেকে রাত ১১:৩০ মিনিট পর্যন্ত ২০ মিনিট অন্তর চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে মোট ১১৮টি রেক চলবে। জোকা থেকে হাওড়া মাঝের হাট রুটে কোনও মেট্রো চলবে না। একই ছবি কবি সুভাষ থেকে রুবি মোড় বা হেমন্ত মুখোপাধ্যায় রুটে