অফিস টাইম এ মেট্রোতে ঝাঁপ বন্ধ মেট্রো পরিষেবা

আবারো পুরোনো ঘটনার পুনরাবৃত্তি, মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক ব্যাক্তি। সোমবার সন্ধ্যায় অফিসে টাইম এ ঘটে এই বিপত্তি যার ফলে এখনো বন্ধ মেট্রো…

Moscow airplane crash

আবারো পুরোনো ঘটনার পুনরাবৃত্তি, মেট্রোতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলো এক ব্যাক্তি। সোমবার সন্ধ্যায় অফিসে টাইম এ ঘটে এই বিপত্তি যার ফলে এখনো বন্ধ মেট্রো পরিষেবা। ঘটনাটি ঘটেছে এসপ্ল্যানেড স্টেশনে এবং তার জন্যই ব্লু লাইন আপাতত বন্ধ রয়েছে মেট্রো পরিষেবা। মেট্রো রেল সূত্রে জানানো হয়েছে ময়দান থেকে সেন্ট্রাল পর্যন্ত সমস্ত মেট্রো পরিষেবা আপাতত বন্ধ, যার ফলে ভোগান্তির মধ্যে পড়েছেন অসংখ্য অফিস যাত্রী। মেট্রো রেল সূত্রটি জানানো হয়েছে আত্মহত্যা করার চেষ্টা করা ওই ব্যাক্তিকে উদ্ধার করার ফলে বিচ্ছিন্ন করে দেওয়া হয় সমস্ত কানেকশন। আপাতত মেট্রো ছেড়ে সড়ক পথেই বেছে নিয়েছেন যাত্রীরা যাতে পথেও তৈরী হয়েছে বিপুল যানজট।

কলকাতা মেট্রোর ইতিহাসে একাধিকবার এই আত্মহত্যার ঘটনা ঘটেছে, যা শহরের সাধারণ যাত্রী ও প্রশাসনের জন্য গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশেষত ব্যস্ত অফিস টাইমে, যখন স্টেশন এবং ট্রেন গুলোতে ভিড় থাকে তখনই এধরণের ঘটনা ঘটতে দেখা যায় বার বার। এক্ষত্রেও তার ব্যাতিক্রম হয়নি।

   
Advertisements

তবে বারবার প্রশ্ন উঠছে প্রশাসনের উপরে এবং মেট্রোর ঢিলেঢালা সুরক্ষা ব্যাবস্থার উপরে। বারেবারে কি করে এই ধরণের ঘটনা ঘটছে, তা নিয়ে এখনো মাথা ব্যথা নেই প্রশাসনের। এই সুরক্ষায় ব্যবস্থার ব্যার্থতায় ভুগতে হচ্ছে নিত্য যাত্রীদের, বিশেষ করে অফিসে টাইমে সুরক্ষা ব্যবস্থা আরো কড়া হওয়া দরকার যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।