২৬ জানুয়ারি মেট্রো পরিষেবায় রদবদল, গ্রিন লাইন নিয়ে অনিশ্চয়তা

কলকাতা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার, ২৬ জানুয়ারি কলকাতা মেট্রোর (Kolkata Metro) একাধিক লাইনে ট্রেন পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে। ছুটির দিনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত…

Kolkata Metro Blue Line Disruption

কলকাতা: প্রজাতন্ত্র দিবস উপলক্ষে সোমবার, ২৬ জানুয়ারি কলকাতা মেট্রোর (Kolkata Metro) একাধিক লাইনে ট্রেন পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে। ছুটির দিনের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই ব্লু লাইন ও ইয়েলো লাইনের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হলেও গ্রিন লাইন সংক্রান্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা না হওয়ায় যাত্রীদের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে।

Advertisements

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সোমবার ব্লু লাইনে মোট ২৭২টির বদলে চলবে ১৮২টি মেট্রো। এর মধ্যে আপ লাইনে ৯১টি ও ডাউন লাইনে ৯১টি মেট্রো পরিষেবা থাকবে। ফলে উত্তর-দক্ষিণ করিডরে স্বাভাবিক দিনের তুলনায় মেট্রোর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমছে। একই দিনে ইয়েলো লাইনে ১২০টির পরিবর্তে চালানো হবে ৯২টি মেট্রো। এই লাইনে আপ ও ডাউন দু’দিকেই ৪৬টি করে মেট্রো চলবে।

   

এখনও পর্যন্ত মেট্রো রেলের তরফে গ্রিন লাইনের পরিষেবা বা সময়সূচি নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি। ফলে অনেকেরই ধারণা, বইমেলা চলাকালীন অতিরিক্ত ভিড়ের কথা বিবেচনা করেই গ্রিন লাইনে পরিষেবা অপরিবর্তিত রাখা হতে পারে। বিশেষ করে শিয়ালদহ, সেক্টর ফাইভ ও এসপ্ল্যানেড সংলগ্ন স্টেশনগুলিতে ছুটির দিনে যাত্রীচাপ বেশি থাকে।

মেট্রো সূত্রে আরও জানানো হয়েছে, পার্পল লাইন ও অরেঞ্জ লাইনের পরিষেবায় কোনও পরিবর্তন আনা হয়নি। এই দুই লাইনে প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি আগের মতোই থাকবে।

ব্লু লাইনের ক্ষেত্রে প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী এবং নোয়াপাড়া থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো সকাল ৬টা ৫০ মিনিটে ছাড়বে। একইভাবে মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বরগামী এবং দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৬টা ৫৫ মিনিটে।

শেষ মেট্রোর সময়সূচিতে কিছু পরিবর্তন করা হয়েছে। দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ২৮ মিনিটে। শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৩৩ মিনিটে। এছাড়া শহিদ ক্ষুদিরাম থেকে দমদমগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

ইয়েলো লাইনের ক্ষেত্রেও প্রথম মেট্রোর সময় অপরিবর্তিত রাখা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ১৮ মিনিটে। জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা ৪০ মিনিটে। তবে শেষ মেট্রোর সময় কিছুটা এগিয়ে আনা হয়েছে। নোয়াপাড়া থেকে জয় হিন্দ বিমানবন্দরগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৮টা ৫৮ মিনিটে এবং জয় হিন্দ বিমানবন্দর থেকে নোয়াপাড়াগামী শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ১৮ মিনিটে।

Advertisements