প্রায় চলেই এল বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গা পুজো। আর বাকি মাত্র এক মাস। সকলেই পুজো আসার আনন্দে মেতেছেন। একদিকে কুমোরটুলিতে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা, কোথাও প্যান্ডেলের কাঠামো তৈরির কাজও শুরু তো অন্য দিকে চলছে পুরোদমে পুজো শপিং। চারিদিকে শপিং মল থেকে শুরু করে, হাতিবাগান-গড়িয়া দেদার চলছে কেনাকাটা। স্বাভাবিকভাবেই রাস্তাঘাটে বাড়ছে ভিড়।
এই বাড়তি ভিড়ের কথা মাথায় রেখে পুজোর আগে সুখবর দিক কলকাতা মেট্রোরেল। পুজোর আগে বাড়তি মেট্রো পরিষেবার কথা ঘোষণা করল মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোর তরফে এক প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছ বৃহস্পতিবার। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত প্রতি শনি ও রবিবার উত্তর-দক্ষিণ শাখায় মিলবে স্পেশাল সার্ভিস।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রতি শনিবার ২৩৪টি-র পরিবর্তে আপ এবং ডাউন লাইনে ১৪৪টি করে মোট ২৮৮টি পরিষেবা মিলবে। রবিবারের ক্ষেত্রে ১৩০টি পরিষেবার পরিবর্তে আপ ও ডাউন লাইনে ৮২টি করে মোট ১৬৪টি পরিষেবা পাওয়া যাবে। অপরদিকে গান্ধী জয়ন্তীর দিন আপ এবং ডাউন লাইনে ১১৭টি করে মোট ২৩৪টি পরিষেবা পাওয়া যাবে। প্রথম এবং শেষ মেট্রোর সময় একই থাকবে বলেই জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।